Gujarat: চোখের সামনে ছটফট করে মারা গেল ২৫টি উট, জলে বিষক্রিয়া, কাঠগড়ায় ONGC

অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমেদাবাদে জলে বিষক্রিয়া। আর সেই জল পান করে অন্তত ২৫টি উটের মৃত্য়ু। এমনটাই সন্দেহ করছেন স্থানীয়রা। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সূত্রের খবর, বারুক জেলাতে জলে বিষক্রিয়া হচ্ছে বলে আগেই ওএনজিসিকে সতর্ক করেছিল গুজরাট  দুষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কিন্তু এবার একেবারে ভয়াবহ পরিণতি একাধিক উটে। স্থানীয়দের দাবি ওই জল খেয়েই উটগুলির এই অবস্থা। 

জিপিসিবির ভিজিল্যান্স অফিসার আর বি ত্রিবেদী জানিয়েছেন, পরিবেশ রক্ষা আইনে ONGC-কে আগেই সতর্ক করা হয়েছিল। তারা জল ও মাটিতে দুষণ করছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে পাইপলাইনে কোনওভাবে লিকেজ তৈরি হয়েছিল। তার জেরেই জলদুষণ ছড়ায়। 

তবে উটগুলির মৃত্যুর সঠিক কারণ অবশ্য় জানা যায়নি। জিপিসিবির ভিজিল্যান্স অফিসার আর বি ত্রিবেদী জানিয়েছেন, আমরা ওএনজিসিকে সতর্ক করে বলেছিলাম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে রিপোর্টগুলি হাতে পাওয়ার পরেই জানা যাবে কেন ওই উটগুলির মৃত্যু হল। 

তবে এই রিপোর্ট হাতে পেতে এখনও কয়েকদিন সময় লাগবে বলে জানা গিয়েছে। ঠিক কী হয়েছিল ঘটনাটি? 

রবিবার ২৫টি উটের দল ওই জলভাগের উপর দিয়ে যাচ্ছিল। উটগুলির মালিকরা মালধারি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। স্থানীয়দের দাবি, ওই জলাশয়ের উপর দিয়ে একটি পাইপলাইন গিয়েছে। সেখানকার পাইপে লিক হয়ে গিয়েছে। তার জেরেই দ্রুত বিষক্রিয়া হয়ে গিয়েছিল। 

রেহমানভাই জাঠ নামে এক বাসিন্দা জানিয়েছেন,  প্রচন্ড গরম পড়েছে। সেকারণে জলাশয়ের কাছে উটগুলিকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে থাকার কিছুক্ষণের মধ্য়েই উটগুলি একের পর এক মারা যেতে শুরু করে। তাঁর মতে, অন্তত ৩০টি উটের মৃত্যু হয়েছে। কিন্তু ২৫টি দেহ উদ্ধার করা হয়েছে। 

এদিকে ঠিক কী কারণে উটগুলির মৃত্যু হয়েছে তা দেখা হচ্ছে। এনিয়ে তদন্তও শুরু হয়েছে। তবে চোখের সামনে এভাবে একের পর এক উটের মৃত্যুর জেরে হতবাক গ্রামবাসীরা। আপাতত দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

 

Read also  Mount Annapurna Indian Climber | মাউন্ট অন্নপূর্ণায় একদিনে মৃত্যু ৩ পর্বতারোহীর, এখনও নিখোঁজ ১ ভারতীয় অভিযাত্রী! – News18 Bangla

Source link