G20 Working Group Meeting Concludes In Srinagar, India, Took A Tour In Kashmir

নয়াদিল্লি: শ্রীনগরে শেষ হল G20 গ্রুপের মিটিং। Third Tourism Working Group (TWG) -এর মিটিং শেষের পর  কাশ্মীর ভ্রমণে বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

ABP Ananda – Live TV

প্রায় ৬০ জন বিদেশি প্রতিনিধি ছিলেন এই মিটিংয়ে। এদিন সকালটা শুরু হয়েছিল যোগব্যায়াম দিয়ে। যোগ-সেশনের পরে নিষাত গার্ডেনে ঘুরতে যান তাঁরা। পরে ডাল লেকের পাশে রয়্যাল স্প্রিং গল্ফ ক্লাবেও যান তাঁরা। 

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক একটি ট্যুইটে জানিয়েছে, ‘শ্রীনগরের বিভিন্ন এলাকার সৌন্দর্য ঘুরে দেখেছেন G20 মিটিংয়ের প্রতিনিধিরা। তারা নিষাত গার্ডেনে ঘুরে দেখেছেন।  3rd G20 TWG- মিটিংয়ের তৃতীয় দিনে শ্রীনগর ঘুরে দেখেছেন তাঁরা।’

 

আরও পড়ুন: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?

Source link

Read also  Viral Video: উড়ানে হাতাহাতি মহিলাসহ ৪ যাত্রীর, মাঝপথে নামাতে হল বিমান, তারপর…