G20 Tourism working group meeting: কাশ্মীরে শেষ G-20 মিটিং, ‘এখানকার প্রেমে পড়ে গেলাম’, উচ্ছ্বসিত বিদেশি অতিথিরা

আশিক হুসেন

বুধবার তৃতীয় জি ২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের মিটিং শেষ হল শ্রীনগরে। রাজকীয় মুঘল গার্ডেন, রয়াল স্প্রিং গল্ফ কোর্সে গিয়ে মুগ্ধ হলেন অভ্যাগতরা। বুধবার ছিল কাশ্মীরে বৃষ্টি ভেজা দিন। সকাল থেকেই ঝলমলে রোদ নেই। আর অভ্যাগতরা এদিন কাশ্মীরের প্রকৃতির অন্য় রূপ দেখলেন।

পেছনে পর্বতমালা। সামনে ললিত হোটেল। সেখানে যোগাভ্যাসের মাধ্যমে দিনটা শুরু করেছিলেন বিদেশি প্রতিনিধিরা। পরে তাঁদের নিশাত গার্ডেনে নিয়ে যাওয়া হয়। পর্যটন মন্ত্রক টুইট করে জানিয়েছে, মিটিংয়ের তৃতীয় দিনে ডাল লেকের ধারে নিশাত গার্ডেনে গিয়েছিলেন জি ২০ অভ্যাগতরা।

এদিকে বিদেশি অতিথিদের দেখে এদিন একাধিক পর্যটক তাদের সঙ্গে সেলফি তুললেন। এমনকী কাশ্মীরি পোশাক পরেও ছবি তোলেন বিদেশি অতিথিরা।

এদিকে অভ্যাগতরা যাতে ডাল লেকের বুলেভার্ড রোডে অবাধে যাতায়াত করতে পারেন সেকারণে নেহেরু পার্কের কাছ থেকে গাড়ি যাতায়াত বন্ধ করা ছিল এদিন। এদিকে ৩৭০ ধারা অবলুপ্তির পরে উপত্যকায় এই প্রথম এত বড় আন্তর্জাতিক অনুষ্ঠান। গত কয়েকদিন এনএসজি, মেরিন কমান্ডোরা কার্যত ঘিরে ফেলেছিল গোটা এলাকাকে। মাছি গলার উপায় নেই।

বিকালে লাল চকে কয়েকজন ঘুরতে যান। অতিথিরা শাল, শুকনো ফল, হস্তশিল্পের সামগ্রী কেনেন। এই সময়টা কোনও সাধারণ মানুষ বাজারে ঢুকতে পারেননি।

স্পেনের এক অতিথি ফ্লিক্স ডেপাজ বলেন, এখানকার লেক, পাহাড় সবই স্পেশাল। সবসময় মনে থাকবে এখানকার রূপ। গত কয়েকদিন যা দেখলাম এতটা প্রত্যাশা করিনি। ভারত সরকার এখানে আগামীদিনে আন্তর্জাতিক পর্যটকদের আনতে চাইছেন।

আর্জেন্টিনার এক অতিথি মিলান বলেন, এখানে নিয়ে আসার জন্য আমি খুব খুশি। ব্রাজিলের এক অতিথি বলেন, আলোচনা খুব ইতিবাচক হয়েছে। গোয়া রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। সাউথ কোরিয়া দূতাবাসের এক আধিকারিক বলেন, প্রথমবার কাশ্মীর এলাম। এখানকার পরিবেশের প্রেমে পড়ে গিয়েছি। এখান থেকে কিছুটা পরিচ্ছন্ন বাতাস ব্য়াগে ভরে দিল্লি নিয়ে যাব। কিছুটা রসিকতা করলেন তিনি। জানি না কেন কাশ্মীর সম্পর্কে এখনও বিশ্বের অনেক মানুষই জানেন না। আক্ষেপ তাঁর।

Read also  বিপদে ভারত? নিয়ন্ত্রণরেখার পাশেই গ্রাম বানাচ্ছে চিন, সেনাছাউনিও...China constructing model villages opposite the LAC New security posts are also coming up about six seven km from the LAC

 

Source link