1/6EPFO-তে বেশি পেনশনের আবেদনের সময় বাড়ল। আগামী ১৩ মার্চ ২০২৩-এ প্রকাশিত প্রেস বিবৃতিতে, কর্মীদের ভবিষ্যত তহবিল সংস্থা (EPFO) কর্মচারীদের পেনশন স্কিম (EPS)-এর অধীনে উচ্চতর পেনশনের আবেদনের সময়সীমা বাড়িয়েছে। ছবি: ইপিএফ (Mint)2/6সময়সীমা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার ঘোষণা করেছে। যাঁরা ১ সেপ্টেম্বর ২০১৪-র আগে অবসর নিয়েছেন তাঁরা পেনশন স্কিমে (EPS 95) অধিক টাকার অপশন বেছে নিতে পারেন। ছবি: মিন্ট (Mint)3/6এর আগে ৩ মার্চ ২০২৩ পর্যন্ত সময়সীমা ছিল। এবার তার পরিবর্তে পরিবর্তে ৩ মে ২০২৩ পর্যন্ত সময় পাবেন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Mint)
4/6২২ অগস্ট ২০১৪-র EPS সংশোধনীর অধীনে পেনশনযোগ্য বেতনের উর্ধ্বসীমা মাসে ৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করা হয়েছে। সেই সঙ্গে এর মাধ্যমে নিয়োগকারীদের সঙ্গে বিনিয়োগকারীরা তাঁদের প্রকৃত বেতনের (উর্ধ্বসীমা অতিক্রম করলে) ৮.৩৩ শতাংশ EPS-এ বিনিয়োগ করতে পারেন। ফাইল ছবি: মিন্ট (Mint)5/6২০২২ সালের নভেম্বরে, সুপ্রিম কোর্ট এই ‘কর্মী পেনশন(সংশোধনী) ২০১৪ স্কিম’ বহাল রাখার পক্ষে সায় দেয়। আবেদনের সময়সীমা ৬০ দিন বাড়িয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ফাইল ছবি: মিন্ট (Mint)6/6উচ্চতর পেনশনের জন্য আবেদন করতে, প্রতিবেদনের হেডলাইনের তলায় দেওয়া লিঙ্ক থেকে পদ্ধতি জেনে নিন। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Mint)