বাংলা নিউজ > ঘরে বাইরে > DGCA Order after Toilet Fiasco: বিমানের বেয়াদপ যাত্রী আটকাতে হাতকড়া বা বেল্ট ব্যবহারের নির্দেশ DGCA-র
Updated: 07 Jan 2023, 12:06 PM IST
লেখক Abhijit Chowdhury
অনুপযুক্ত আচরণ করা যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এয়ারলাইন স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার উড়ানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করেন দুই মত্ত ব্যক্তি। এই ঘটনায় তোলপাড় শুরু হতেই কড়া নির্দেশিকা জারি করেছে ডিজিসিএ।
1/5ডিজিসিএ-র তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যেসব যাত্রীর অনুপযুক্ত আচরণ করছেন, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ‘রিস্ট্রেনিং ডিভাইস’ প্রয়োগ করা যেতে পারে। মূলত হাতকড়া বা বেল্ট ব্যবহার করতে বলা হয়েছে। তবে তার আগে সংশ্লিষ্ট যাত্রীকে সবরকম ভাবে বোঝানোর জন্য বলা হয়েছে বিমানকর্মীদের। এদিকে বিমানের কেবিনে হাতকড়া বা বেল্ট রাখা হতে পারে বলে জানিয়েছে ডিজিসিএ। (ব্লুমবার্গ) 2/5ডিজিসিএ-র নির্দেশিকায় বলা হয়েছে, কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে ‘বেয়াদপ’ যাত্রীকে নিয়ন্ত্রণের জন্য পাইলট-ইন-কম্যান্ডকে সিদ্ধান্ত নিতে হবে। তাঁর নির্দেশমাফিক কেবিন ক্রু ব্যবস্থা গ্রহণ করবেন। যদি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মুখের কথায় কাজ না হয়, তাহলে রিস্ট্রেনিং ডিভাইস ব্যবহার করতে হবে। 3/5প্রসঙ্গত, রিস্ট্রেনিং ডিভাইস হিসেবে অনেক দেশেই হাতকড়া বা বেল্টের বদলে ডাক্ট টেপ ব্যবহার করা হয়। কথা না শুনে অভব্য আচরণ করলে যাত্রীকে তাঁর আসনে টেপ দিয়ে বেঁধে বসিয়ে দিতে পারেন বিমানের কেবিন ক্রু। মুখেও টেপ সেঁটে দেওয়া যায়। তবে এই ক্ষেত্রে পাইলটের সিদ্ধান্তই শেষ কথা। তবে ভারতে ডাক্ট টেপ ব্যবহার করা হবে না। বেল্ট বা হাতকড়া ব্যবহার করা হবে। কী ধরনের বেল্ট বা হাতকড়া ব্যবহার করা হবে এবং কাদের থেকে তা কিনতে হবে, সেই বিষয়ে জানানো হয়েছে ডিজিসিএ-র নির্দেশিকায়। 4/5এদিকে বিমান গন্তব্যে অবতরণ করার পর অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করতে বলা হয়েছে বিমানকর্মীদের। স্থানীয় পুলিশের হাতেও সেই যাত্রীকে তুলে দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ২৬ নভেম্বর উড়ানে সহযাত্রীর গায়ে টয়লেট করেও গ্রেফতারি এড়িয়ে নিজের বাড়ি চলে গিয়েছিলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র। এই নিয়ে প্রশ্ন উঠেছে এয়ার ইন্ডিয়ার পেশাদারিত্ব নিয়ে। 5/5এদিকে এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা সহযাত্রীর ওপর প্রস্রাব করার ঘটনায় সংশ্লিষ্ট উড়ানের পাইলট, কো-পাইলট এবং বিমানকর্মীদের তলব করে দিল্লি পুলিশ। যদিও শুক্রবার তলবে সাড়া দিতে পারেননি এয়ার ইন্ডিয়ার কর্মীরা। শনিবার তাঁরা দিল্লি পুলিশের মুখোমুখি হবেন বলে জানা গিয়েছে। এদিকে আজ সকালই বেঙ্গালুরু থেকে অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।