Bride Runs after Groom: বিয়ে ছেড়ে পালাচ্ছিলেন বর, ২০ কিলোমিটার দৌড়ে পাকড়াও করলেন কনে! ক্লাইম্যাক্সে কী ঘটল?

হাতে হাত রেখে সারাটা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়েই বিয়ের বন্ধনে নিজেদের বাঁধার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি বিয়ে ঘিরে বহু বিষয় নিহিত থাকে। দুই ব্যক্তিত্ব, তাঁদের পরিবার, সামাজিক নানান রীতি, এই সমস্ত দিক থেকে বিয়ে একটি প্রাসঙ্গিক বিষয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যাঁরা বিয়ে করছেন তাঁরা ইচ্ছা ও সিদ্ধান্তে টিকে থাকার মনস্থির করা! এই ‘সিদ্ধান্তে টিকে থাকা’ ঘিরেই এবার বড়সড় সমস্যা দেখা দিল এক বিয়ে ঘিরে। যেখানে বিয়ের হাত থেকে বাঁচতে পালাচ্ছিলেন বর, আর ২০ কিলোমিটার দৌড়ে তাঁকে পাকড়াও করে ফেলে বিয়ে করলেন কনে!

ঘটনা উত্তর প্রদেশের বারেলির। সেখানে এক বিয়ে ঘিরে ঘটে গেল তুলকালাম কাণ্ড। হঠাৎই কনে খবর পেয়েছিলেন যে তাঁর হবু বর বিয়ে করতে চাইছেন না। এদিকে, যেদিন তিনি খবর পেয়েছেন, সেই দিনই ছিল তাঁর বিয়ে! কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ার মতো পরিস্থিতি হয় ওই কনের। এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি কনের সাজেই বরকে পাকড়াও করতে যান। দৌড়ন ২০ কিলোমিটার রাস্তা। অনেকেরই মনে হতে পারে, এই দৃশ্য যেন একেবারে বলিউডের কোনও ফিল্মের অংশ!

( ব্যক্তির মলদ্বার থেকে উদ্ধার ৪২ লাখের সোনা! দেশের এই বিমানবন্দরে যা ঘটল)

( লিভ ইন পার্টনারকে খুন, দেহখণ্ড ছিল ফ্রিজে ও সুটকেসে! মৃতার মাথার অংশ উদ্ধার ঘিরে কিনারা মামলার, ধৃত ১)

এদিকে,২০ কিলোমিটার রাস্তা পার করে ওই বরকে শেষমেশ পাকড়াও করে ফেলেন কনে। কার্যত বরকে পাকড়াও করে বিয়ের মণ্ডপে নিয়ে এলেন কনে। তারপর হয় বিয়ে। নিজের উদ্যোগেই বরকে এভাবে বিয়েতে রাজি করিয়ে নেন তিনি। প্রশ্ন উঠতেই পারে যে, তাহলে কি বিয়েতে মত ছিল না বরের? উত্তরে জানা যাচ্ছে, গত আড়াই বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন দুজনে। তারপরও বিয়ের দিন বর সিদ্ধান্ত নেন যে, এই বিয়ে তিনি করবেন না!

Read also  FD-তে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, কত দিচ্ছে SBI, HDFC, ICICI ব্যাঙ্ক - FD interest rates

জানা যাচ্ছে, বিয়ের দিন হবু বরকে ফোন করেছিলেন কনে। তখনই ওই ব্যক্তি জানান যে, বিয়ের মণ্ডপে তাঁর মাকে আনতে তিনি রওনা হচ্ছেন। হঠাৎই সন্দেহ হয় কনের। বিয়ের সাজ পোশাক পরেই হবু বরকে খুঁজতে বেরিয়ে পড়েন তিনি। তারপরই বারেলিতে এক পুলিশ স্টেশনের কাছে এক বাসে বসে থাকতে দেখা যায় বরকে। এরপর ব্যাপক ঝগড়া চলে। শেষমেশ স্থানীয় এক মন্দিরে ওই বরকে নিয়ে এসে বিয়ে করেন মহিলা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Source link