Best MP Award: রাজ্য়সভায় সেরা সাংসদের পুরস্কার পেলেন ডেরেক, সেরা মহিলা সাংসদ লকেট

রাজ্যসভায় সেরা সাংসদের পুরস্কার পেলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন। সেরা মহিলার সাংসদের পুরস্কার পেয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লোকসভায় সেরা সাংসদ হয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। এছাড়া রাজ্যসভায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পার্লামেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। অন্য দিকে লোকসভার জন্য এই পুরস্কার পেয়েছেন বিজেডি সাংসদ ভর্তৃহরি মাহতাব। মঙ্গলবার তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।.

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সাংসদ হিসাবে উল্লেখযোগ্য কাজের জন্য আটটি বিভাগে মোট আটজনের হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার একটি টুইট করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেই টুইটে তিনি লিখেছেন, ‘বছরের সেরা সাংসদ নির্বাচিত হয়ে সম্মানিত বোধ করছি। এই সম্মান আমার কাছে খুব স্পেশাল। অনুপ্রেরণা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যাকে ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকর্মীদের ধন্যবাদ।’

লোকসভা সেরা মহিলা সাংসদের পুরস্কার পেতে আপ্লুত লকেট চট্টোপাধ্যায়। তিনিও অনুষ্ঠানের ভিডিও দিয়ে একটি টুইট করছেন। সেখানে লিখেছেন, ‘এই পুরস্কার আমি জনগণকে সমর্পণ করলাম। আগামী দিনেও আমি জনগণের অধিকারের দাবিতে আওয়াজ তুলব।’

এ ছাড়া উদীয়মান সাংসদের পুরস্কার পেয়েছেন, বিজেপি নেতা তেজস্বী সূর্য, আরজেডি সাংসদ মনোজ ঝা।

Source link

Read also  ছয় মাস অপেক্ষা করিয়ে ৬.৫ লাখের বদলে ৩.৫ লাখের প্যাকেজ অফার করছে Wipro: রিপোর্ট