Amritpal Singh’s father Tarsem Singh: ‘আমার ছেলে যুব সমাজকে মাদকের থেকে দূরে রাখছিল’, পুলিশকেই তোপ অমৃতপালের বাবার

খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে ‘পলাতক’ ঘোষণা করেছে পুলিশ। তবে নিজের ছেরে কোনও ভুল দেখছেন না অমৃতপালের বাবা। ছেলের পক্ষে সওয়াল করে ‘ওয়ারিস পাঞ্জাব দে’ গোষ্ঠীর নেতা অমৃতপাল সিংয়ের বাবা তারসেম সিং বলেন, ‘আমার ছেলে অমৃতপাল যখন একটা অনুষ্ঠানে যাচ্ছিল, তখন পুলিশ তাঁর পিছু নেয়। পুলিশ কেন আমাদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাইছে? এই ধরনের কাজ না করে পুলিশ মাদকপাচার বন্ধ করার দিকে নজর দিক। আমার ছেলে পঞ্জাবের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করছিল। তরুণদের যদি মাদকের আসক্তি থেকে বাঁচানো যায়, তাহলে পঞ্জাবের অনেক উন্নতি হবে। পুলিশ অমৃতপালের পিছু নিচ্ছে কিন্তু মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কিছুই করছে না। অমৃতপাল মাত্র কয়েক মাস আগে পঞ্জাবে এসেছে। সে আসার আগে যে সব অপরাধ হয়েছে, সেই বিষয়ে পুলিশ কী করছিল?’ (আরও পড়ুন: হাওড়া থেকে চালু হবে আরও এক বন্দে ভারত, ৭৫০ কিমি দূরত্ব পার হবে মাত্র ৬ ঘণ্টায়)

অমৃতপালের বাবা অভিযোগ করেন, ‘মাদকের বিরুদ্ধে কাজ করছে আমার ছেলে অমৃতপাল। এ কারণে তাকে গ্রেফতার করার জন্য রাজনৈতিক চাপ রয়েছে। অমৃতপালের বিরুদ্ধে এই পদক্ষেপ অযৌক্তিক। প্রতিটি বাড়িতেই মাদক আছে। কিন্তু সে বিষয়ে কারও কোনও নজর নেই। কেউ মাদক বন্ধের চেষ্টা করলে তাকে থামানো হচ্ছে।’ খালিস্তানি নেতার বাবা বলেন, ‘তার (অমৃতপাল সিং) সম্পর্কে আমাদের কাছে সঠিক তথ্য নেই। পুলিশ আমাদের বাড়িতে তিন-চার ঘণ্টা তল্লাশি চালায়। তারা বেআইনি কিছু খুঁজে পায়নি… সকালে বাড়ি থেকে অমৃতপাল যখন বের হয়েছিল, তখনই তাকে গ্রেফতার করা উচিত ছিল পুলিশের। তা না করে পুলিশ আদামের বলছে যেন ছেলেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলি। এটা অনৈতিক। আমাদের আশঙ্কা হচ্ছে যে অমৃতপালের সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে।’

আরও পড়ুন: ডিএ আন্দোলনের মাঝেই এবার সরকারি কর্মীদের নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

Read also  মাংসর চেয়েও দামি পেঁয়াজ! এক কেজির দাম ৮৮৭ টাকা, বাজার করতে গিয়ে হাতে ছ্যাঁকা

এদিকে গতকালকের অভিযানের পরই ঘিরে ফেলা হয়েছে ‘ওয়ারিস পঞ্জাব দে’-র প্রধানের গ্রাম জাল্লুখেরায়। কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অমৃতপাল সিংয়ের গ্রামে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী, আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে জাল্লুখেরা গ্রামে। পঞ্জাবের একাধিক জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। রবিবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে রাজ্যের বহু জেলায়। এই আবহে নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্তা কর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘অমৃতপাল সিং একজন অনাবাসী ভারতীয়। সে দুবাইতে ট্রাক ড্রাইভার হিসাবে কাজ করেছিল। সে একজন আইএসআই এজেন্ট। সংযুক্ত আরব আমিরাতে থাকার সময় সে পাকিস্তানি গুপ্তচর সংস্থা সংস্পর্শে এসেছিল। তাকে বলা হয়েছিল ধর্মের নামে নির্বোধ তরুণ শিখদের উদ্বুদ্ধ করতে। একটা বোঝাপড়া হয়েছিল যে আইএসআই টাকা খরচ করবে এবং খালিস্তানের নামে শিখদের উত্তেজিত করবে অমৃতপাল।’

Source link