৫০ বছর বয়সে ৬০ তম সন্তানের বাবা, আরও সন্তানের লক্ষ্যে চতুর্থ স্ত্রীর খোঁজ
কোয়েট্টা : যৌথ পরিবার এখন বিরল। সকলেই আগ্রহী অণু পরিবারে। তবে প্রচলিত রীতির বাইরে ব্যতিক্রমও আছে। সংখ্যায় নগণ্য সেই ব্যতিক্রমী ঘটনাগুলিই প্রমাণ করে চিরাচরিত নিয়মকে।
সেরকমই এক ঘটনা জানা গিয়েছে বালোচিস্তানে। সেখানে বড় পরিবারের কর্তা সম্প্রতি বাবা হয়েছেন ৫০ বছর বয়সে। তাঁর তৃতীয় স্ত্রী প্রসব করেছেন ওই ব্যক্তির ষাটতম সন্তান।
বালোচিস্তানের রাজধানী কোয়েট্টায় তিন স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকেন সর্দার জান মহম্মদ খান খিলজী। বুধবার জন্ম হয়েছে তাঁর ৬০ তম সন্তানের। এখানেই থামতে চান না জান মহম্মদ। জানিয়েছেন ভবিষ্যতে আরও সন্তানের বাবা হতে চান তিনি।
আরও পড়ুন : ‘চেয়ার’, ‘টেবিল’-এর বাংলা কী? জানেন না বেশির ভাগ বাঙালিই
এবং পুত্রসন্তানের তুলনায় বেশি চান কন্যাসন্তান। প্রসঙ্গত আরও সন্তানের জন্য চতুর্থ স্ত্রীর সন্ধানও শুরু করেছেন তিনি। থামতে চান না তাঁর বর্তমান তিন স্ত্রীও। তাঁরাও আরও সন্তানের মা হতে চান বলে জানিয়েছেন। প্রসঙ্গত জান মহম্মদের ষাটতম সন্তান পুত্র। নবজাতকের নাম তিনি রেখেছেন খুশল।
Sardar Jan, a resident of Quetta, became the father of the “sixtieth” child.
Sardarjan Mohammad Khan, a resident of Quetta, the Capital of Balochistan, said his sixtieth child was given birth yesterday.
Jan uttered the newborn child is a baby son and he named him Khushal. pic.twitter.com/OHxbYm35kW
— ShamshadNews (@Shamshadnetwork) January 3, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Balochistan, Pakistan