‘২ সিঙাড়া, ১ কাপ চা, ১ বোতল জলের দাম ৪৯০ টাকা, এটাই আচ্ছে দিন’, ভাইরাল হল টুইট
Posted on by mineshparikh
Soumick Majumdar
ফারাহ-র এই টুইটের প্রেক্ষিতে অনেকেই জানিয়েছেন যে, বিমানবন্দরে সব খাবারেরই এমন অস্বাভাবিক দাম। বিমানবন্দরে সাধারণ যাত্রীদের পক্ষে কিছু কিনে খাওয়াই অসম্ভব বলে অভিযোগ তুলেছেন অনেকে। আবার অনেকে পাল্টা মন্তব্যও করেছেন। তাঁদের মতে, বিশ্বের সব বিমানবন্দরেই খাবারদাবারের দাম এমন হয়।
অন্য গ্যালারিগুলি