বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘স্বাস্থ্য বিমার টাকা ক্লেম করতে হাসপাতালে ভরতি হওয়ার দরকার নেই’, এল বড় নির্দেশ
Updated: 15 Mar 2023, 04:23 PM IST
Soumick Majumdar
২০১৭ সালে বিমা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। রমেশ চন্দ্রের দাবি ছিল, হাসপাতালে তিনি ২৪ ঘণ্টা কাটাননি, এই অজুহাতে তাঁর বিমার ক্লেম প্রত্যাখান করা হয়েছিল।
1/5হাসপাতালে ২৪ ঘণ্টা না কাটালে স্বাস্থ্য বিমার ক্লেম করা যাবে। এক সাম্প্রতিক কেসে এমনই রায় দিল ভাদোদরার কনজিউমার ফোরাম। অভিযোগকারী রমেশ চন্দ্র যোশীকে তাঁর প্রাপ্য দিতে বিমা সংস্থাকে নির্দেশ দিয়েছে আদালত। ফাইল ছবি: পিক্সাবে (iStockPhoto)2/5২০১৭ সালে বিমা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। রমেশ চন্দ্রের দাবি ছিল, হাসপাতালে তিনি ২৪ ঘণ্টা কাটাননি, এই অজুহাতে তাঁর বিমার ক্লেম প্রত্যাখান করা হয়েছিল। ফাইল ছবি: পিটিআই (iStockPhoto)3/5ফোরাম জানিয়েছে, আধুনিক যুগে বাজারে নতুন নতুন চিকিৎসা ও ওষুধ আসছে। ফলে রোগীরা কম সময়েই বা হাসপাতালে ভর্তি না হয়েও চিকিৎসার সুযোগ পাচ্ছেন। অপ্রত্যাশিত চিকিৎসাজনিত ব্যয় থেকে নিজের এবং পরিবারকে রক্ষা করার জন্য স্বাস্থ্য বিমা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। ফাইল ছবি: রয়টার্স (iStockPhoto)
4/5আদালত জানিয়েছে, আধুনিক চিকিত্সাব্যবস্থায় মোটামুটি উদ্বেগজনক ক্ষেত্রেও হাসপাতাল দ্রুত নিরাময়ের ব্যবস্থা করে দেয়। ফলে রোগী চাইলে সুশ্রষার পর বাড়ি ফিরে আসতেই পারেন। ফাইল ছবি: পিটিআই (iStockPhoto)5/5তবে এমন ক্ষেত্রে চিকিত্সকের সম্মতিতেই রোগী বাড়ি ফিরেছেন, তার প্রমাণ দেখাতে হবে বিমা সংস্থাকে। পলিসি হোল্ডার হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার সময়েই বিল পরিশোধ করেন। পরে বিমা কোম্পানিকে রিমম্বারসমেন্টের জন্য ক্লেম করেন। নেটওয়ার্ক এবং নন-নেটওয়ার্ক হাসপাতাল উভয় ক্ষেত্রেই এই ক্লেম পরিশোধের দাবি করা যেতে পারে। ফাইল ছবি: আইস্টকফটো (iStockPhoto)