H1-B-র প্রাথমিক রেজিস্ট্রেশনের সময়কাল সাধারণ প্রতি অর্থবর্ষে ন্যূনতম ১৪ ক্যালেন্ডার দিনের জন্য হয়। তারপরে H-1B-র নির্বাচন প্রক্রিয়াটি জমা পড়া ইলেকট্রনিক রেজিস্ট্রেশনের মাধ্যমে চালনা করা হয়।
1/5সার্ভার/সিস্টেমে সমস্যা। আর সেই কারণেই সময় বাড়ানো হতে পারে। H1-B ভিসার সময়সীমা বাড়ানোর সম্ভাবনার কথা জানাল ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস(US CIS)। ফাইল ছবি : পিটিআই (PTI)2/5একটি টুইটে, USCIS জানিয়েছে, ‘বর্তমানে, কিছু ব্যবহারকারী H-1B রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন না। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। সমস্যার সমাধানের চেষ্টা চলছে। রেজিস্ট্রেশনের ডেডলাইন বাড়ানো হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য নজর রাখুন।’ ফাইল ছবি : ইনস্টাগ্রাম (PTI)3/5অর্থাত্, ডেডলাইন বাড়ানো হবে, তা এক প্রকার নিশ্চিত। কিন্তু ঠিক কতদিনের জন্য সময় মিলবে, তা এখনও স্পষ্ট করেনি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস। ফাইল ছবি: পিক্সাবে (PTI)
4/5বর্তমানে US CIS H1-B-র ইলেকট্রনিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়াতেই সমস্যা দেখা দিয়েছে। বিদেশে কাজ করতে যাওয়া নিয়ে তাই চিন্তিত বহু ভারতীয়। এর সঙ্গে তাঁদের রুজি-রুটি, ভবিষ্যত জড়িয়ে। ফাইল ছবি : পিটিআই (PTI)5/5H1-B-র প্রাথমিক রেজিস্ট্রেশনের সময়কাল সাধারণ প্রতি অর্থবর্ষে ন্যূনতম ১৪ ক্যালেন্ডার দিনের জন্য হয়। তারপরে H-1B-র নির্বাচন প্রক্রিয়াটি জমা পড়া ইলেকট্রনিক রেজিস্ট্রেশনের মাধ্যমে চালনা করা হয়। ফাইল ছবি: রয়টার্স (PTI)