ভয়ডরের নামগন্ধ নেই! পাইথনকে কোলে নিয়ে চুটিয়ে আদর করছে খুদে, ভাইরাল ভিডিও – News18 Bangla
কলকাতা: বাড়িতে আমরা সাধারণত কী পুষে থাকি? কুকুর, বিড়াল, মাছ। বড় জোর পাখি। বাড়িতে পাইথন পুষে রেখেছেন এমন নির্দশন বিরল হলেও দেখা যে এক্কেবারেই যায় না এমনটা নয়। কিন্তু, সেই পাইথনের মালিক একজন বাচ্চা ছেলে এমনটা দেখেছেন কি? তবে দেখুন। বিশাল বড় এক রেটিকিউলেট পাইথনকে যে শুধু বাড়িতে পুষে রেখে তা-ই নয়। তাকে রীতিমতো কোলে নিয়ে আদরও করছে এই খুদে। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও।
Instagram nature_lover_8872 নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে ভিডিও। সেই ভিডিও দেখে গা শিউরে উঠবে না, এমন মানুষ বোধহয় এই পৃথিবীতে নেই। ভিডিওয়োয় দেখা যাচ্ছে ছেলেটি তার কোলে একটি বিশাল অজগরকে নিয়ে তাকে বেজায় আদর করছে।
আরও পড়ুন: বৈষ্ণোদেবী মন্দিরে যেতে আর কষ্ট নয়! মাত্র ৬ মিনিটেই পৌঁছে যাবেন ৬ ঘণ্টার পথ, চালু হচ্ছে নতুন রোপওয়ে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।