বিতর্ক কাটিয়ে চাঙ্গা শেয়ার! বিশ্বের ২০ ধনীতম ব্যক্তির তালিকায় গৌতম আদানি

ফের বিশ্বের সেরা ২০ বিলিয়নেয়ারের তালিকায় প্রবেশ করলেন আদানি গ্রুপের চেয়ারম্যান বিলিয়নেয়ার গৌতম আদানি। সংস্থার শেয়ার চাঙ্গা হতেই স্বমহিমায় ফিরছেন তিনি। গৌতম আদানির মোট সম্পদ প্রায় ৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ৬৪.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। বর্তমানে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে তিনি বিশ্বের ১৮তম ধনী ব্যক্তি।

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর থেকে আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ার ব্যাপক হারে হ্রাস পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় শীর্ষ ২০ থেকে ছিটকে যান গৌতম আদানি। আরও পড়ুন: Adani Power: আদানি পাওয়ারের অনিয়ম, মোটা টাকার জরিমানা

গৌতম আদানির নেট ওয়ার্থ প্রায় ১৫৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি ছিলেন। তবে, হিন্ডেনবার্গ রিপোর্টের অভিযোগের পর থেকে তাঁর সংস্থাগুলির শেয়ার দর কমতে শুরু করে। আর সেই কারণে ২০২৩ সালের শুরু থেকে তিনি শেয়ার মূল্যে প্রায় ৫৬.৪ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছেন।

GQG পার্টনারদের নতুন বিনিয়োগ সহ কিছু বেশ কিছু কারণে চলতি সপ্তাহে আদানি গ্রুপের শেয়ার দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার, মোট ১০টি আদানি গ্রুপের স্টকের সামগ্রিক বাজার মূলধন এক দিনেই ৬৩,৪১৮.৮৫ কোটি টাকা বেড়েছে। মোট বাজার মূলধনের অঙ্ক দাঁড়িয়েছে ১০.১৬ লক্ষ কোটি টাকারও বেশি। কিন্তু হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের আগে ২৪ জানুয়ারি নাগাদ আদানি গ্রুপের শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল ১৯.২০ লক্ষ কোটি টাকা। সেই তুলনায় এটি এখনও যথেষ্ট কম।

শুধু বড় বিনিয়োগই নয়। এখনও পর্যন্ত আদালতে হিন্ডেনবার্গ রিসার্চের তোলা অভিযোগের কোনও সঠিক প্রমাণ মেলেনি। আদানি গোষ্ঠীও বারবার নিজেদের স্বচ্ছতার কথা তুলে ধরেছে। সুপ্রিম কোর্ট প্যানেলও জানিয়েছে যে, তারা আদানি গ্রুপের কোনও নিয়ন্ত্রক সংক্রান্ত ব্যর্থতার প্রমাণ পায়নি।

সম্প্রতি GQG পার্টনার্স আদানি গ্রুপের সংস্থাগুলিতে তাদের শেয়ার প্রায় ১০% বাড়িয়েছে। প্রবীণ বিনিয়োগকারী রাজীব জৈনের নেতৃত্বাধীন GQG Partners LLC আগামিদিনে সংস্থার ফান্ড রেইজিংয়েও অংশ নেবে। রাজীব জৈনের এই ভরসাই বাকি ছোট বিনিয়োগকারীদের আদানির শেয়ারের প্রতি আস্থা জোগাতে সাহায্য করছে।

Read also  প্রকৃতির কী খেলা! তীব্র তুষারঝড়ে বরফে ঢাকল শুষ্ক মরুভূমি sonoran desert covered by snow after blizard – News18 Bangla

গত মার্চে, জিকিউজি আদানি গ্রুপের চারটি কোম্পানিতে প্রায় ১৫,৪৪৬ কোটি টাকা বিনিয়োগ করে। সেই শেয়ারের দামই এখন বেড়ে প্রায় ২৫,৫১৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ফলে মাত্র কয়েক মাসেই রাজীব জৈনের ১০,০৬৯ কোটি টাকার মুনাফা হয়েছে। আরও পড়ুন: আদানির শেয়ারে সন্দেহজনক ট্রেডিং ৬ সংস্থার, বলল সুপ্রিম কোর্টের কমিটি

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link