বাংলাদেশে ফের পর পর প্রতিমা ভাঙচুর, কালী মূর্তি তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ধর্মস্থানে ধারাবাহিক হামলার অভিযোগ। একাধিক মন্দিরে প্রতিমা ভাঙচুর করে প্রতিমা নিয়ে যাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার ও বুধবার রাতে বাংলাদেশের কুড়িগ্রামের একাধিক মন্দিরে হামলা হয়েছে বলে অভিযোগ। এমনকী একটি মন্দিরে মঙ্গলবার রাতে প্রতিমা ভাঙচুর করে বুধবার রাতে তা তুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

গত কয়েক বছর ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী এজন্য আন্তর্জাতিক মহলে ভর্ৎসনার মুখে পড়েছে শেখ হাসিনার সরকার। তার পর কিছুদিন তৎপরতা দেখালেও ফের সেদেশে হামলার শিকার সংখ্যালঘু হিন্দুদের মন্দির।

জানা গিয়েছে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম পৌর এলাকার জোয়ারদার পাড়ায় শ্মশানঘাটে কালী মন্দিরে মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। পরদিন সকালে যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশে অভিযোগ জমা পড়ে। বুধবার রাতে ভাঙচুর করা সেই মূর্তিটি তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে মন্দিরে গিয়ে দেখা যায় মেঝেয় মানুষের পায়ের ছাপ। মেঝেয় পড়ে রয়েছে প্রতিমার একগাছি চুল।

স্থানীয় এক যুবক জানিয়েছেন, মন্দিরটি সারা বছর তালাবন্ধ থাকে। ভক্তরা বাইরে থেকে পুজো দেন। কিন্তু মন্দিরের গ্রিল ও ছাদের মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করেছিল বলে অনুমান। মন্দিরের সামনে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

মন্দিরের এক পূজারি বলেন, বৃহস্পতিবার পুজো দিতে গিয়ে দেখি প্রতিমা উধাও। আমাদের এলাকায় সমস্ত ধর্মের মধ্যে সম্প্রীতি রয়েছে। স্থানীয় কেউ এই কাজ করতে পারে না। সম্ভবত বাইরে থেকে কেউ এসে সরকারকে বিব্রত করতে মূর্তি ভাঙচুর করে অপহরণ করেছে।

স্থানীয়দের কয়েকজনের দাবি, মন্দিরের গ্রিলের গেট বন্ধ থাকলেও তার ফাঁকা দিয়ে বাঁশ ঢুকিয়ে প্রতিমা ভাঙা হয়েছে। মঙ্গলবার রাতে এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাঁশ নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় বলেও জানিয়েছেন তাঁরা।

স্থানীয় উলিপুর থানার ওসি বলেন, আমরা ঘটনাটির গুরুত্ব দিয়ে তদন্ত করছি। যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। সঙ্গে এলাকার মন্দিরগুলির নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা হচ্ছে।

Read also  Crack in Rail Tracks: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া থেকে ছেড়ে যাওয়া ট্রেন

বলে রাখি, ২০২১ সালে দুর্গাপুজোর সময় বাংলাদেশে হিন্দুবিরোধী হিংসা চালাকালীন উলিপুরে বেশ কয়েকটি মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়। তাতে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করে। তার পর ফের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হিন্দুদের মধ্যে।

 

Source link