গুলিতে, টিয়ার গ্যাসের সামনেও লড়াই চালালেন ইমরান – News18 Bangla

লাহোর: লড়াই তার রক্তে। পাকিস্তানকে ক্রিকেটে যখন বিশ্বকাপ দিয়েছিলেন, তার আগে অবসর নিয়ে ফেলেছিলেন। তারপরেও অসম্ভব লড়াই করে ওয়াসিম, ইনজামামদের নিয়ে অসাধ্য সাধন করেছিলেন। বয়সটা এখন দ্বিগুণ। তাতেও এক ইঞ্চি দম কমেনি কাপ্তানের। প্রতিমুহূর্তে সেটা বুঝিয়ে দিচ্ছেন। মঙ্গলবার ইমরান খানকে গ্রেফতার পুলিশ লাহোরের জামান পার্কে তাঁর বাড়িতে এলে পিটিআই কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সমর্থকেরাও ইটপাটকেল ছোড়েন। ইমরানকে গ্রেফতার করার কোনো সুযোগ পুলিশকে দেননি সমর্থকেরা।পিটিআইয়ের প্রধান ইমরান খান মাস্ক পরে তাঁর বাসভবন থেকে বের হয়ে আসেন এবং দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন। পিটিআইয়ের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন – দিনের বেলাতেও এই জায়গায় কেউ প্রবেশ করে না! পৃথিবীর অন্যতম হন্টেড স্থানে যাবেন?

ওই এলাকা থেকে পুলিশ ১০ জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশের পর এদিনই ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে পৌঁছায়। সংঘর্ষে কমপক্ষে ৬২ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৪ জন পুলিশ সদস্য। আজ যখন ইমরান খান পুলিশের ছোঁড়া টিয়ার গ্যাসের খোল নিয়ে সাংবাদিক বৈঠক করছিলেন, তখনও তার দুচোখে ভয় নেই

Published by:Rohan roychowdhury

First published:

Read also  গাঁজা টানার চাকরি, তাতেই মাইনে বছরে ৮৮ লক্ষ টাকা! কোথায় গেলে পাবেন এই কাজ – News18 Bangla

Tags: Imran Khan, Pakistan



Source link