খলিস্তানি নেতাকে জালে পুরল পঞ্জাব পুলিশ, টানটান অপারেশন, বন্ধ ইন্টারনেট

শনিবার পঞ্জাব পুলিশ পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী নেতা তথা ওয়ারিস পঞ্জাবের প্রধান অমৃতপাল সিংকে আটক করেছে বলে খবর। জলন্ধরের মেহাতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এদিকে এদিন পুলিশের চোখে প্রাথমিকভাবে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল ওই নেতা। তার একাধিক সঙ্গীকেও আটক করেছে পুলিশ। অমৃতপাল তার গাড়িতে করে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশও তাড়া করে তাকে। এদিকে তাৎপর্যপূর্ণ ভাবে তার এই পালিয়ে যাওয়ার খবর লাইভে সম্প্রচারিত করছিলেন তার সঙ্গীরা।

এদিকে পরিস্থিতি বিপাকে যাচ্ছে এটা আঁচ করেই রবিবার দুপুর ১২টা পর্যন্ত ওই রাজ্যে ইন্টারনেট সাসপেন্ড করা হয়েছে। সামগ্রিক পরিস্থিতিতে উত্তেজনা ছড়়ায় পঞ্জাব জুড়ে। পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করেছে। একজন সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারকেও আটক করা হয়েছে। পঞ্জাব পুলিশ আবেদন করেছে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে। 

পঞ্জাব পুলিশ রীতিমতো টুইট করে জানিয়েছে, সকলকে শান্তি বজায় রাখার জন্য় আবেদন করা হচ্ছে। পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য় চেষ্টা করছে।  কোনওভাবেই ভুয়ো খবর বা ঘৃণাসূচক খবর ছড়াবেন না। 

এদিকে জলন্ধরে অমৃতপাল সিংকে তাড়া করা শুরু করে পুলিশ। এরপরই তার সঙ্গীরা এই খবর দ্রুত ছড়িয়ে দিতে শুরু করে। বিশাল পুলিশ বাহিনীকে এই অপারেশনে নামানো হয়। তবে ঠিক কীসের অভিযোগে তাকে গ্রেফতার করা হল তা নিয়ে অবশ্য় পদস্থ পুলিশ কর্তারা কিছু জানাননি। এদিকে রবিবার থেকে তার খালসা ওয়াহির শুরু করার কথা ছিল। তার আগেই পুলিশ আটক করল ওই নেতাকে। 

কীভাবে ওই নেতাকে গ্রেফতার করার প্ল্যান করা হয়েছিল? 

মনে করা হচছে গত ২ মার্চ পঞ্জাবের মুখ্য়মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সময় নাকি ওই নেতাকে গ্রেফতার করার ব্যাপারে কথাবার্তা হয়। আর সেই অপারেশনের পরিকল্পনা সফল হল এদিন। একেবারে সশস্ত্র বাহিনী নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। সঙ্গীরা তাকে বলতেন ভিন্দ্রানওয়ালে ২। জার্নাল সিং ভিন্দ্রানওয়ালের সঙ্গে অনেকে তার মিল খুঁজে পেতেন। তাকে নিয়ে মাথাব্যাথা বাড়ছিল পঞ্জাব প্রশাসনের। তবে সূত্রের খবর কেন্দ্রের তরফেও বাড়তি ফোর্স পাঠানো হয়েছিল। তারপরই শুরু হয় অপারেশন। পুলিশ কোনও ঝুঁকি নিতে চায়নি। গোটা এলাকা ঘিরে ফেলে জালে পোরা হয় ওই বিদ্রোহী নেতাকে। তার সঙ্গীদেরও আটক করা হয়েছে। ওই খলিস্তানী নেতাকে ঘিরে এখন নানা চর্চা পঞ্জাব জুড়ে। 

Read also  ভারত বহুত্ববাদী এবং সহনশীল! নির্দ্বিধায় স্বীকার করে নিল রাষ্ট্রসংঘ...।indian Constitution reflects Indias essential quality a pluralist and tolerant people United Nations Representative

Source link