WTC Final 2023: WTC ফাইনালের আগে ‘লোভ’ সামলাতে পারলেন না অজি তারকা! ফাঁস হল গুরুত্বপূর্ণ জিনিস

৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। আর সেই টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই বেশ কয়েক জন ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডে উড়ে গিয়েছেন। যেহেতু আইপিএল এখনও শেষ হয়নি তাই, সব ক্রিকেটার ইংল্যান্ডে যেতে পারেননি। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে ইংল্যান্ডে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খোয়াজা এরমধ্যেই বিশ্ব টেস্টের জন্য অস্ট্রেলিয়ার জার্সি পরে নিয়েছেন।

উসমান খোয়াজা বিশ্ব টেস্টের চ্য়াম্পিয়নশিপ ফাইনালের জার্সি পরে নিজের টুইটারে ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে সোয়েটারে উপর লেখা রয়েছে অস্ট্রেলিয়া। এছাড়াও সেখানে লোগো রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের। সাদা সোয়েটারে সবুজ রঙের বর্ডার আছে। এমনই এক ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কিছু দিনের মধ্যেই শুরু হবে। আর এই ম্যাচ খেলার জন্য এই ধরণের জার্সি। সত্যিই দারুণ লাগছে।’

আইপিএল এখন অন্তিম পর্যায়ে চলে এসেছে। এখন মাত্র চারটি দলই আইপিএলে খেলবে। তাই যেসব দলের খেলা হয়ে গিয়েছে তারা ইংল্যান্ডে উড়ে গিয়েছেন। তাদের মধ্যে মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুররা ইংল্যান্ডের বিমান ধরে ফেলেছেন। কিছুদিন পরে যাবেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদব যাবেন। তবে যে দলগুলি প্লেঅফে রয়েছে সেই দলে ভারতীয় ক্রিকেটাররা ৩০ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের ক্রিকেটারদের অনেকেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন। তবে জয়দেব উনাদকটের চোট থাকলেও তাঁকে আপাতত নিয়ে যাওয়া হয়েছে ইংল্যান্ডে। আইপিএল খেলতে গিয়ে চোট লেগেছে লোকেশ রাহুলের। তাঁকে বাদ দিয়ে তাঁর জায়গায় নেওয়া হয়েছে ইশান কিষাণকে। এছাড়াও আইপিএল খেলতে গিয়ে চোট পেয়েছেন বিরাট কোহলি, উমেশ যাদব। তবে এদের চোট খুব গুরুতর নয় বলেই জানা গিয়েছে। এখন শুধু অপেক্ষা, আইপিএল শেষ হওয়ার। তারপরেই ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাটের দৌরাত্ম শুরু হবে দুই মহা শক্তিধর দেশের মধ্যে। ভারত এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার এটাই প্রথমবার। অভিজ্ঞতার দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে ভারত। তবে গতবার খালি হাতে ফিরে আসা ভুল যেতে চাইবেন বিরাট কোহলিরা।

Read also  WWE তারকা 'জন সিনা' CSK-র ক্যাপ্টেন? এটা কী করলেন ধোনি? দেখুন ভিডিয়োয়

Source link