WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সম্মিলিত একাদশ বেছে নিলেন রবি শাস্ত্রী

<p><strong>মুম্বই:</strong> টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য় চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেটাররাও <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের পরই উড়ে যাবেন লন্ডন। আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলা ম্যাচের দিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। তালিকায় রয়েছেন রবি শাস্ত্রীও। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যখন ভারত খেলেছিল, তখন টিম বিরাটদের কোচ ছিলেন তিনি। এবার অবশ্য কোচের হটসিটে রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মা। শাস্ত্রী অবশ্য ২ দল মিলিয়ে তাঁর পছন্দের একাদশ বেছে নিয়েছেন। কারা কারা রয়েছেন শাস্ত্রীর একাদশে?</p>
<p>নিজের পছন্দের একাদশে অধিনায়ক হিসেবে শাস্ত্রী বেছে নিয়েছেন রোহিত শর্মাকেই। তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে প্যাট কামিন্স এখনও ক্যাপ্টেন হিসেবে অভিজ্ঞ নন, তবে স্মিথ যদি অজি অধিনায়ক হতে তাহলে ব্যাপারটা অন্যরকম হত। ওপেনিংয়ে রোহিতের পার্টনার হিসেবে তিনি বেছে নিয়েছেন&nbsp;</p>

Source link

Read also  রাসেলের সাহায্যে এগিয়ে এলেন ধোনি – News18 Bangla