Winning ODI world cup in India is the only target for Surya Kumar Yadav as he opens up on his success – News18 Bangla

#নয়াদিল্লি: ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ জয় করা তার এই মুহূর্তে একমাত্র এবং প্রধান লক্ষ্য। স্পষ্ট জানিয়ে দিয়েছেন সূর্য কুমার যাদব। তার কাছে এক নম্বর ব্যাটসম্যান হওয়ার থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ। টি-২০ ফরম্যাটে এখন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান সূর্যই। এই উত্তরণ স্বপ্নের মতো লাগছে তাঁর কাছে। মিডল অর্ডার ব্যাটসম্যানটির কথায়, এক বছর আগে কেউ এমন স্বপ্ন দেখালে বিশ্বাসই করতাম না।

কিন্তু গত কয়েক মাসে আমার জীবনটাই বদলে গিয়েছে। অন্যরকম এক অনুভূতি হচ্ছে। কুড়ি ওভারের ফরম্যাটে ভারতের বড় ভরসা এখন সূর্যকুমার যাদব। বিশ্ব ক্রিকেটে তিনি ‘৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান’ বলে পরিচিত। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটেও মেলে ধরছেন রকমারি শটের ভাণ্ডার। অনন্ত চাপের মুখে এমন পারফরম্যান্সের রসায়ন কী?

আরও পড়ুন – চোট সারিয়ে মুম্বইয়ের নেটে ফের অনুশীলন শুরু রোহিতের, স্বস্তির নিঃশ্বাস ভারতীয় সমর্থকদের

সূর্য জানিয়েছেন, এর নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম। তিনি বলেন, কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। এর জন্য দরকার স্মার্ট অনুশীলন। ঘণ্টার পর ঘণ্টা নেটে পড়ে থাকা নয়, ঠিক কাজটা করাই আসল। সেটাই করি আমি। অবশ্য এর জন্য আমার ও পরিবারের প্রচুর স্বার্থত্যাগ রয়েছে। দেশের হয়ে খেলার আগে দশ বছর প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলেছি। তা থেকেও অনেক কিছু শিখেছি।

ফলে আন্তর্জাতিক ক্রিকেটে নানা ধরনের বোলারের মুখোমুখি হতে অসুবিধা হয় না। ঘরোয়া ক্রিকেট থেকে পাওয়া শিক্ষাই প্রয়োগ করেছি দেশের প্রতিনিধিত্ব করার সময়। নানা উদ্ভাবনী শট মারার ক্ষমতা কীভাবে আয়ত্ত করলেন? মুম্বইকর শুনিয়েছেন ছেলেবেলার কথা। বলেছেন, স্কুল ও কলেজ জীবনে রাবার বলে প্রচুর খেলতাম।

শক্ত সিমেন্টের ট্র্যাকে বৃষ্টির মধ্যেও চলত খেলা। ১৫ গজ দূরত্ব থেকে বল ছুড়ত বোলাররা। যা প্রায় ঘণ্টায় ১৪০ কিমি গতিতে ছুটে আসত। যেখানে খেলতাম সেখানে অফসাইডে বাউন্ডারি ছিল ২৫-৩০ গজ দূরে। কিন্তু লেগসাইডে সেটাই হয়ে উঠত ৯৫ গজ। অফে যাতে মারতে না পারি তাই আমার শরীর লক্ষ্য করে আক্রমণ চালানো হত। এভাবেই নিজের রিফ্লেক্স উন্নত হয়েছে ছোটবেলা থেকে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বলটা আলাদা হলেও আমার মানিয়ে নিতে অসুবিধা হয়নি।

Tags: Indian Cricket Team, Surya Kumar Yadav

Source link