Shubhman Gill century and Mohit Sharma 4 wickets thrash MI as GT qualifies for IPL final 2023 – News18 Bangla

আহমেদাবাদ: গুজরাত টাইটানস আইপিএলের কোয়ালিফায়ার ২ তে যখন ২৩৩ রান করেছিল প্রথম আর্ধে তখনই বোঝা গিয়েছিল আজ মুম্বইকে জিতে ফাইনালে যেতে হলে মিরাকেল করতে হবে। না হলে এই ম্যাচ বের করা সম্ভব নয়। যতই পাঁচবারের চ্যাম্পিয়ন হোক মুম্বই, যতই এবারের আইপিএলে ২১৪ রান করে জিতুক, এত বড় রান মুশকিল সেটা বলার অপেক্ষা রাখে না।

তার ওপর ঈশানের চোখে লাগার কারণে তিনি আজ ব্যাটিং করতে পারলেন না। এখানেই মুম্বই ধাক্কা খেল প্রথম। তারপর ক্যামেরন গ্রিন হার্দিক পান্ডিয়ার বলে কনুইতে চোট পেলেন। ওপেন করতে হল নেহালকে। তিনি কিছুই করতে পারেনি আজ। রোহিত শর্মা আবার ব্যর্থ। ৮ করে শামির বলে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। তবুও ১০ ওভারের শেষে রান রেট ভালো ছিল মুম্বইয়ের।

গ্রিন ফিরে এসে বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন। কিন্তু শেষ পর্যন্ত লিটলর বলে ৩০ করে বোল্ড হলেন অস্ট্রেলিয়ান। তিলক বর্মা অবশ্য গুরুত্বপূর্ণ ৪৩ রান করে গেলেন। রশিদ খান তাকেও বোল্ড করেন। কিন্তু যতক্ষণ সূর্য কুমার যাদব ছিলেন কিছুটা আশা ছিল মুম্বইয়ের। ৩৩ বলে ৫০ করলেন তিনি। মোহিত শর্মার বলে স্কুপ মারতে গিয়ে বোল্ড হলেন ৬১ রানে।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: Gujarat titans, Mumbai Indians



Source link

Read also  সব থেকে কম বয়সি বিদেশি হিসেবে IPL জয় পথিরানার, ভাঙলেন বাংলাদেশের মুস্তাফিজুরের রেকর্ড