PSL 2023: কাজে এল না হ্যারিসের অনবদ্য ইনিংস, পেশোয়ারকে হারিয়ে পাকিস্তান সুপার লিগের ফাইনালে লাহোর

শুভব্রত মুখার্জি: এলিমিনেটর-১’এ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে প্রায় হারতে বসা ম্যাচে কামব্যাক করে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল পেশোয়ার জালমি। তবে এলিমিনেটর-২’এ ভাগ্য তাদের সহায় হল না। লাহোর কালান্দার্সের বিরুদ্ধে ম্যাচে হারের সম্মুখীন হতে হর বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমিকে। বাবরদের বিরুদ্ধে দিন শেষে সহজ জয় তুলে নিয়ে চলতি পিএসএলের ফাইনালে চলে গেল লাহোর কালান্দার্স। পেশোয়ারের হয়ে মহম্মদ হ্যারিসের অনবদ্য মারকুটে ৮৫ রানের ইনিংস কোনও কাজে এল না। লাহোরের কাছে পেশোয়ারকে হারতে হল ৪ উইকেটে।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭১ রান করে পেশোয়ার। তাদের শুরুটা এদিন অবশ্য ভালো হয়নি। দলীয় ১৫ রানের মাথাতেই আউট হয়ে যান সাইম আয়ুব। অপর ওপেনার তথা অধিনায়ক বাবর আজম ৩৬ বলে ৪২ রান করেন।

এদিন ব্যাট হাতে পেশোয়ারের স্টার ছিলেন মহম্মদ হ্যারিস। তিনি মাত্র ৫৪ বল খেলে করেন ৮৫ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ১১ টি চার এবং দুটি ছয়ে। ১৫৭.৪০ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। শেষ দিকে শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপক্ষ ১৮ বলে ২৫ রান করে অপরাজিত থেকে দলের রান পৌঁছে দেন ১৭১’এ। লাহোরের হয়ে জামান খান এবং রশিদ খান দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন:- IND vs AUS: গিলের ক্যাচ মিস থেকে ইশানের ধারাবাহিকতার অভাব, অজিদের হারালেও এই ৫টি বিষয় দুশ্চিন্তায় রাখবে ভারতকে

১৭২ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে লাহোরের শুরুটাও ভালো হয়নি। দলীয় ১৪ রানের মাথায় আউট হয়ে যান ফখর জামান। অপর ওপেনার মির্জা ৪২ বলে ৫৪ রানের একটি আক্রমণাত্মক ইনিংস উপহার দেন। স্যাম বিলিংস ২৮ এবং সিকন্দর রাজা ২৩ রানের দুটি ঝোড়ো ইনিংস খেলেন।

আরও পড়ুন:- IND vs AUS: ‘মাঝের ওভারে উইকেট তোলাই ওয়ান ডে জয়ের চাবিকাঠি’, শামিদের কৃতিত্ব ভাগ করে দিলেন রাহুল

Read also  BENG vs NAGA Ranji Trophy Live: ইনিংসের শুরুতেই কৌশিকের উইকেট হারাল বাংলা

সলমন ইরশাদকে ছয় মেরে ১২ রানে অপরাজিত থেকে দলকে ফাইনালে পৌঁছে দেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ফলে ৭ বল বাকি থাকতেই চার উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় লাহোর। ফাইনালে মুলতান সুলতানসের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link