NZ Vs SL 2nd Test: Kane Williamson Henry Nicholls Score Double Century Against Sri Lanka As Records Galore At Wellington


ওয়েলিংটন: ক্রাইস্টচার্চে তাঁর বীরবিক্রমে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড। সেই সঙ্গে নিভে গিয়েছিল শ্রীলঙ্কার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা (NZ vs SL)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে স্বমহিমায় কেন উইলিয়ামসন (Kane Williamson)। নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর থেকে যেন আরও বিধ্বংসী ফর্মে তিনি। প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে নিউজিল্যান্ড। ৫৮০/৪ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার দিয়েছেন টিম সাউদিরা। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ২৬/২। ফিরে গিয়েছেন ওশাদা ফার্নান্দো (৬ রান) ও কুশল মেন্ডিস (০)।

ওয়েলিংটনে রেকর্ডের ছড়াছড়ি। নিউজিল্যান্ডের হয়ে জোড়া ডাবল সেঞ্চুরি করেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। ২১৫ রান করে আউট হন উইলিয়ামসন। ২০০ রানে অপরাজিত ছিলেন নিকোলস। উইলিয়ামসন ও নিকোলস নিউজিল্যান্ডের প্রথম দুই ব্যাটার, যাঁরা এক টেস্টের এক ইনিংসে ডাবল সেঞ্চুরি করলেন। 

এদিন ৯১ রান করার সঙ্গে সঙ্গে একটি ব্যক্তিগত মাইলফলকও স্পর্শ করলেন উইলিয়ামসন। টেস্ট ক্রিকেটে তাঁর ৮ হাজার রান পূর্ণ হল। এদিনের ইনিংসের পর টেস্টে তাঁর রানসংখ্যা দাঁড়াল ৮১২৪। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ৮ হাজার রানের গণ্ডি পেরলেন উইলিয়ামসন। করলেন নিজের ২৮তম টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪১টি সেঞ্চুরি হয়ে গেল উইলিয়ামসনের। তিনি পেরিয়ে গেলেন রস টেলরকে। উইলিয়ামসনই এখন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক।

এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর অগ্নিপরীক্ষা এখন শ্রীলঙ্কার সামনে। তবে বিশাল রানের ঘাটতি মিটিয়ে নিউজিল্যান্ডকে কড়া চ্যালেঞ্জ জানানোর মতো লিড নিতে হবে দিমুথ করুণারত্নেদের। যা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কঠিন কাজ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 


আরও পড়ুন: দলে ফিরবেন রোহিত, দ্বিতীয় ওয়ান ডেতে কি সিরিজ জিততে পারবে ভারত?

                                                                                      



Source link

Read also  Many more fast bowlers from Jammu and Kashmir ready to play for India after Umran Malik – News18 Bangla