NZ vs SL: ওয়েলিংটন টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে মাঠ মাতালেন কনওয়ে, শক্ত ভিতে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে শেষ বলের থ্রিলারে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শুরুটা মন্দ করেননি কেন উইলিয়ামসনরা। ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে একজোড়া উইকেট হারালেও ডেভন কনওয়ের হাফ-সেঞ্চুরিতে ভর করে বড় রানের ভিত গড়েছে নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। বৃষ্টির জন্য দিনের প্রথম সেশনে খেলাই শুরু করা যায়নি। লাঞ্চের পরে দ্বিতীয় সেশনে খেলা শুরু হলেও মন্দ আলোয় প্রথম দিনের খেলা শেষ হয় নির্ধারিত সময়ের আগেই।

প্রথম দিনে খেলা হয় মোটে ৪৮ ওভার। অর্থাৎ দিনের প্রায় অর্ধেক খেলা নষ্ট হয় বৃষ্টিতে। যতটুকু খেলা অনুষ্ঠিত হয়েছে, তাতেই ২ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নেয় নিউজিল্যান্ড।

সেট হয়েও আউট হয়ে বসেন ওপেনার টম লাথাম। তিনি ৭৩ বলে ২১ রান করে কাসুন রজিথার বলে প্রবথ জয়সূর্যর হাতে ধরা পড়েন। সতর্ক ইনিংসে কোনও বাউন্ডারি মারেননি লাথাম। ডেভন কনওয়ের সঙ্গে ওপেনিং জুটিতে ৮৭ রান যোগ করেন তিনি।

আরও পড়ুন:- IND vs AUS: হরির লুটের বাতাসা সবার পাওয়া উচিত! গ্রিনদের স্টাম্প উড়িয়ে শামির গলায় মিলেমিশে উইকেট নেওয়ার তত্ত্ব- ভিডিয়ো

অপর ওপেনার ডেভন ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষে তিনি ১০৮ বলে ৭৮ রান করে আউট হন। ধনঞ্জয়া ডি’সিলভার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দেওয়ার আগে কনওয়ে মোট ১৩টি চার মারেন।

হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন কেন উইলিয়ামসন। তৃতীয় উইকেটের জুটিতে দু’জনে ইতিমধ্যেই ৩৭ রান যোগ করেছেন। প্রথম দিনের শেষে উইলিয়ামসন নট-আউট থাকেন ব্যক্তিগত ২৬ রানে। ৭৬ বলের ইনিংসে তিনি ৩টি চার মেরেছেন। ৩২ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন হেনরি। তিনি ১টি চার মেরেছেন।

আরও পড়ুন:- PSL 2023: T20-তে ক্রিস গেইলের দুরন্ত বিশ্বরেকর্ড ভাঙলেন বাবর আজম, অনেক পিছিয়ে কোহলি

Read also  Sourav Ganguly | Maradona vs Messi: মারাদোনা-মেসির মধ্যে কে সেরা? কাতার থেকে ফিরে মহারাজ দিলেন রায়

প্রথম দিনে শ্রীলঙ্কার হয়ে ৪২ রানে ১টি উইকেট নিয়েছেন কাসুন রজিথা। ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছে ধনঞ্জয়া। কৃপণ বোলিং করেও উইকেট পাননি অসিথা ফার্নান্ডো। উইকেটের মুখ দেখেননি লাহিরু কুমারা ও জয়সূর্য। সব থেকে খরুচে বোলিং করেছেন লাহিরু। তিনি ১০ ওভারে ৪৯ রান খরচ করেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link