MS Dhoni’s IPL future: ২০২৪ সালের IPL-এ খেলবেন? সোজাসুজি উত্তর না দিয়েও অনেক কিছু বুঝিয়ে দিলেন ধোনি

আগামী বছর কি ফের চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ফিরবেন? ২০২৪ সালের আইপিএলে খেলবেন? ধোঁয়াশা বজায় রেখেও যেমন অনেক কিছু বুঝিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একটা জিনিস স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে আগামী বছর আইপিএলে খেলবেন কিনা, সেই ভাবনাচিন্তা করার জন্য হাতে আরও আট-নয় মাস আছে। তিনি যদি আগামী বছর আইপিএলে আর না খেলেন, তাহলে সেটা যে আগামী ডিসেম্বরের মিনি নিলামের আগেই সিএসকে কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন, তা স্পষ্ট করে দিয়েছেন। সেইসঙ্গে ধোনি এটাও বুঝিয়ে দিয়েছেন, আগামী বছর চেন্নাইয়ের জার্সি পরে মাঠে না নামলেও সিংহ ব্রিগেডের সঙ্গেই যুক্ত থাকবেন। সেটা কোচ নাকি মেন্টর বা অন্য কিছু হিসেবে থাকবেন, তা অবশ্য খোলসা করেননি।

মঙ্গলবার ঘরের মাঠ চেন্নাইয়ের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে ১৫ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে সিএসকে। যে ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অর্থাৎ চিপক স্টেডিয়ামে এবারের আইপিএলের শেষ ম্যাচটা খেলে ফেললেন ধোনিরা। তাই মঙ্গলবার রাতে যেন চিপকের আবেগটা আরও একটু বেশি ছিল। সকলেই অধীর আগ্রহ জানতে চাইছিলেন, আগামী বছর আইপিএলে মাহি ফিরবেন তো? আর সকলের সেই মনের কথা ধোনিকে জিজ্ঞাসা করেন ধারাভাষ্যকার তথা ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে।

আরও পড়ুন: ‘Dhoni fans abusing Mohit’: ‘তোকে বোলিং শিখিয়েছিল’, মাহিকে ১ রানে আউট করতেই মোহিতকে গালিগালাজ ‘ধোনি ভক্তদের’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হর্ষ প্রশ্ন করেন, আগামী বছর চেন্নাইয়ের দর্শক ধোনিকে দেখতে পাবেন কি? প্রাথমিকভাবে একটা হালকা হাসি হাসেন ‘ক্যাপ্টেন কুল’। হাবভাব দেখে মনে হচ্ছিল যে বিষয়টা নিয়ে কথা বলতে চান না। তবে শেষপর্যন্ত মুখ খোলেন। ধোনি বলেন, ‘আমি জানি না। সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আট-নয় মাস বাকি আছে। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে প্রচুর সময় আছে।’ 

আরও পড়ুন: GT vs CSK Qualifier 1: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে IPL 2023-এর ফাইনালে ধোনিরা, এই নিয়ে দশবার খেতাবি লড়াইয়ে চেন্নাই

Read also  IPL 2023: Andre Russell And Sunil Narine Sweat It Out At Eden Gardens In Optional Practice

ধোনি আরও বলেন, ‘আগামী ডিসেম্বরে মিনি নিলাম আছে। এখন থেকেই কেন মাথা ঘামাতে থাকব? আমি সবসময় চেন্নাই সুপার কিংসের সঙ্গে আছি। সবসময় চেন্নাই সুপার কিংসে আসব। সেটা খেলার জন্য হোক বা মাঠের বাইরে হোক (আমি সবসময় সিএসকের সঙ্গে থাকব)। আমি জানুয়ারি থেকে বাড়ির বাইরে আছি। মার্চ থেকে অনুশীলন করছি। তাই দেখা যাক।’

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Source link