mohunbagan vs bengaluru fc live, আইএসএ ফাইনালে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি লাইভ – News18 Bangla
গোয়া: কলকাতার জামাই তিনি। সেই সুনীল ছেত্রী আইএসএল ফাইনালে আবারও বেঙ্গালুরু এফসির ত্রাতা হয়ে উঠলেন। কলকাতার দলকে চাপে রাখলেন কলকাতার জামাই।
আইএসএল ফাইনালের বিরতিতে খেলার ফল ১-১। প্রথমার্ধে দুটি গোলই হল পেনাল্টি থেকে। আইএসএল ফাইনাল শুরুর ১৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। তবে সেই গোল ধরে রাখতে পারেন সবুজ-মেরুন ব্রিগেড।
আরও পড়ুন- কেকেআরের চিন্তা বাড়াল বাংলাদেশ বোর্ড! আটকে দিল সাকিব এবং লিটনকে
বিরতির ঠিক আগেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। মোহনবাগান কোচ জুয়ান ফার্নান্দো ৪-৩-২-১ ছকে দল সাজিয়েছেন। সামনে রেখেছেন পেত্রাতোসকে। তাতে শুরুতে লাভও হয়েছিল। তবে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ঝাঁজ বাড়াচ্ছে বেঙ্গালুরু।
গত তিনটি মরশুমে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি মুখোমুখি হয়েছে মোট ছ’বার। তার মধ্যে চারবার জিতেছে এটিকে মোহনবাগান। একবার বেঙ্গালুরু জিতেছে। একটি ম্যাচ ড্র হয়েছে। এর আগে ২০১৫-তে কান্তিরাভায় বেঙ্গালুরু বধ করেই বাগানের প্রথম আই লিগ জয়।
আরও পড়ুন- মোহনবাগান সমর্থকদের গালাগাল খেয়েছেন ! ফাইনালে জবাব দেওয়ার ম্যাচ ফেরান্ডোর
আট বছরের ব্যবধানে বাগানের আইএসএল জয়ের পথেও সামনে সেই বেঙ্গালুরু এফসি। এবার যে লড়াই কঠিন হবে তা মোহনবাগান কোচ আগেই জানিয়েছিলেন। বেঙ্গালুরু এখন শক্ত প্রতিপক্ষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ মিনিট শেষেও খেলার ফল ১-১।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ISL, MohunBagan