Mohun Bagan canteen will have special menu for supporters after becoming ISL champion – News18 Bangla

কলকাতা: গত ৩০ বছর ধরে মোহনবাগান ক্যান্টিনের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। পুরনো মোহনবাগান ক্যান্টিন বদলে গিয়ে এখন আধুনিকতার স্পর্শ লেগেছে। নতুন যা চকচকে কাঁচের ঘর সঙ্গে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। আছে টিভি। কিন্তু একটুও বদলে যাননি ক্যান্টিনের মালিক কাজু মুখোপাধ্যায়। সামান্য অসুস্থ থাকায় এই মুহূর্তে বাড়িতেই থাকতে হচ্ছে।

বেহালা সখের বাজার থেকে নিজের বাড়িতে বসেই আইএসএল ফাইনাল দেখেছেন। প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর রবিবার মোহনবাগান ক্যান্টিনে কোন কোন স্পেশাল খাবার হবে জিজ্ঞেস করলে অনেক কিছু নাম বললেন তিনি। মোহনবাগান ক্যান্টিনের কাজুদা জানিয়ে দিলেন মোহনবাগান ভারত সেরা হওয়ার পর রবিবার ক্লাবে অন্যদিনের তুলনায় ভিড় বেশি হবে

Published by:Rohan roychowdhury

First published:

Tags: ISL Final, Mohun Bagan



Source link

Read also  Lottery Sambad Result 12 December 2022 Dear Bangalakshmi Teesta Lottery Results Today Winners Declared Winner First Prize Rs 50 Lakh