MI IPL 2023 Auction Strategy: পোলার্ডের জায়গায় IPL নিলামে এই ৩ প্লেয়ারের দিকে নজর MI-র? আর্চারের ‘নমিনি’ কে?

মেগা নিলামে ভয়ঙ্কর কৌশলের জেরে গতবারের আইপিএলে ডুবতে হয়েছিল। সেই ভুল শুধরে নিতে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য মিনি নিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যা শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে হবে। এবার মিনি নিলামে মুম্বইয়ের কী কৌশল হবে, তা দেখে নিন 

মুম্বই ইন্ডিয়ান্সে কারা কারা আছেন?

আইপিএল নিলামের আগে ১৩ জনকে ছেড়ে দিয়েছে মুম্বই। আপাতত মুম্বই ইন্ডিয়ান্সে আছেন রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, ত্রিস্তান স্টাবস, জসপ্রীত বুমরাহ, জোফ্রা আর্চার, তিলক বর্মা, টিম ডেভিড, রামনদীপ সিং, ডেওয়াল্ড ব্রেভিস, অর্জুন তেন্ডুলকর, আরশাদ খান, কুমার কার্তিকেয়, জেসন বেহরেনডর্ফ, হৃত্বিক শোকিন, আকাশ মাধওয়াল।

নিলামে কত টাকা নিয়ে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স? 

গত দু’বছর আইপিএলে মুখ থুবড়ে পড়ার পর মিনি নিলামে ২০.৫৫ কোটি টাকা নিয়ে নামতে চলেছে মুম্বই। সর্বোচ্চ নয়জনকে নিতে পারবে রোহিতদের দল। তিনজন বিদেশি হতে পারবেন।

কোন কোন খেলোয়াড়দের জন্য ঝাঁপাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স?

১) কায়রন পোলার্ডের বিকল্প: এবার আইপিএলের মিনি নিলামে মুম্বইয়ের সবথেকে বড় কাজ হবে পোলার্ডের বিকল্প খোঁজা। সেজন্য অবশ্য মুম্বইয়ের হাতে যথেষ্ট বিকল্প আছে। হাতে টাকা থাকায় বেন স্টোকস, ক্যামেরুন গ্রিন এবং স্যাম কারানদের জন্য একেবারে চূড়ান্ত স্তর পর্যন্ত যেতে পারে। তিনজনেই অল-রাউন্ডার। তিনজনেই পেস বোলিং করেন। তিনজনেই মারকুটে ব্যাট করতে পারেন।

২) জোফ্রা আর্চারের বিকল্প: এবারও আইপিএলে ইংরেজ তারকা খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা আছে। তাই ওয়াংখেড়ের বাউন্সি পিচে দুষ্মন্ত চামিরার গতি কাজে লাগানোর পরিকল্পনা করে শ্রীলঙ্কার পেসারের (বেহরেনডর্ফ থাকলেও) জন্য ঝাঁপাতে পারে মুম্বই। যিনি পাওয়ার প্লে’তে (২০২০ সালে যে কাজটা করেছিলেন ট্রেন্ট বোল্ট) বল করতে পারবেন। সেক্ষেত্রে মাঝের এবং ডেথ ওভারের জন্য বুমরাহকে রেখে দিতে পারবেন রোহিত।

আরও পড়ুন: ভালো সময় আসছে- ভারতীয় দলে ফেরার ইঙ্গিত? বুমরাহের পোস্টে জল্পনা

Read also  Sports Highlights: Know Latest Updates Of Teams Players Matches And Other Highlights 16th November 2022

৩) ভারতীয় পেসারের খোঁজ: গত আইপিএলে মুম্বইকে ডুবিয়েছিল ভারতীয় বোলিং লাইন-আপ। তাই এবার নিলামে ভারতীয় বোলারদের নেওয়ার চেষ্টা করতে পারে মুম্বই। শিবম মাভি, মুকেশ কুমারদের দিকে নজর থাকতে পারে। বিশেষত মুকেশের বাড়তি গতি ওয়াংখেড়েতে কার্যকরী হতে পারে।

৪) বিকল্প ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের খোঁজ: প্রথম পছন্দ হিসেবে ইশান তো আছেন। তবে বিকল্প হিসেবে এক ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের জন্য নিলামে টাকা খরচ করতে পারে মুম্বই। সেক্ষেত্রে এন জগদীশনের নাম উঠে আসবে। তবে তামিলনাড়ুর ব্যাটার বিজয় হাজারে ট্রফি এবং রঞ্জি ট্রফিতে যে দুর্ধষ ফর্ম বজায় রেখেছেন, তাতে তাঁর জন্য একাধিক দল ঝাঁপাবে। ব্যাক-অ্যাপ খেলোয়াড়ের পিছনে কত টাকা পর্যন্ত খরচ করতে রাজি মুম্বই, সেটার উপরই নির্ভর করছে জগদীশনকে রোহিতরা নেবেন কিনা।

আরও পড়ুন: IPL Retention: দুশ্চিন্তার কারণ রয়েছে মুম্বইয়ের, রিটেনশনের পরে রোহিতদের ফাঁক-ফোকর সামনে আনলেন জাফর

৫) ভালোমানের স্পিনার: আন্তর্জাতিক মানের স্পিনার নেই মুম্বইয়ে। তাই মাঝের ওভারগুলিতে রোহিতের হাতে আরও বিকল্প দিতে আদিল রশিদ, অ্যাডাম জাম্পাদের নিতে পারে মুম্বই। আপাতত যা দলগুলির অবস্থা, তাতে প্রথমসারির ভারতীয় স্পিনাররা নিলামে নেই। ফলে ভালোমানের স্পিনারের জন্য আদিলদের মতো বিদেশি খেলোয়াড়দের জন্য ঝাঁপাতে পারে মুম্বই।

Source link