IPL 2023: Sunrisers Hyderabad Unveil New Jersey For The IPL 2023 Season

নয়াদিল্লি: ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এ বারের আইপিএল মরসুম (IPL 2023)। মরসুম শুরুর বেশ খানিকটা আগে আজই সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) নিজেদের জার্সি প্রকাশ্যে আনল। সোশ্যাল মিডিয়ার এক পোস্টের মাধ্যমে নিজেদের নতুন জার্সি প্রকাশ করল ‘অরেঞ্জ আর্মি’। সেই পোস্টে ওয়াশিংটন সুন্দর, উমরন মালিক ও ময়ঙ্ক অগ্রবালকে দেখা যায়।

 

 

২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করবে সানরাইজার্স। গত মরসুমে নিজামের শহরের ফ্রাঞ্চাইজি গ্রুপ পর্বের ১৪ ম্যাচে ছয়টি জয় ও আটটি পরাজয়ের সুবাদে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় আট নম্বরে শেষ করেছিল। স্বাভাবিকভাবেই তাঁর প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। সেই মরসুমের পর ফ্রাঞ্চাইজির অধিনায়কত্বে বদল ঘটেছে। সানরাইজার্সের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন এইডেন মারক্রাম। তাঁর নেতৃত্বে সানরাইজার্সের আরেক ফ্রাঞ্চাইজি সানরাইজার্স ইস্টার্ন কেপ দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লেগ জিতেছিল। আইপিএলেও তাঁর থেকে এমনই পারফরম্যান্সের প্রত্যাশায় থাকবে সানরাইজার্স ফ্রাঞ্চাইজি।

সৌরভের নতুন ইনিংস

জল্পনা ছিলই, বাকি ছিল সিলমোহর। আজ, বৃহস্পতিবার ১৬ মার্চ সরকারিভাবে আইপিএলের দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট পদে দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ডব্লিউপিএলের মহিলা দল থেকে প্রিটোরিয়া এবং দুবাই ক্যাপিটালস, ক্যাপিটালসের সমস্ত ফ্রাঞ্চাইজিরই ডিরেক্টর অফ ক্রিকেটেরই দায়িত্ব সামলাবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

অবশ্য আজই সরকারিভাবে সৌরভের দায়িত্ব নেওয়ার কথা জানানো হলেও, তিনি কিন্তু আগেভাগেই নিজের কাজ শুরু করে দিয়েছেন। সৌরভের অধীনে কলকাতায় দিল্লি ক্যাপিটালসের একাধিক অনুশীলন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, সৌরভ বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার আগেও কিন্তু দিল্লি ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্বে পুরনো ফ্রাঞ্চাইজিতে ফিরে কিন্তু সৌরভ নিজেও বেশ উচ্ছ্বসিত।

Read also  Shane Warne: প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা শেন ওয়ার্নের সেরা স্পেলগুলো

তিনি বলেন, ‘দিল্লি ক্যাপিটালসে ফিরতে পারায় আমি উচ্ছ্বসিত। গত কয়েক মাসে প্রিটোরিয়া ক্যাপিটালস এবং (দিল্লি ক্যাপিটালসের) মহিলা দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। আসন্ন আইপিএল মরসুমের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। গতবার আমি দায়িত্বে থাকাকালীন কিন্তু দিল্লি ক্যাপিটালস ভালই পারফর্ম করেছিল। ইতিমধ্যেই এ মরসুমের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি এবং দলগতভাবে সকলের সঙ্গে মিলিতভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। আশা করছি পরের দুই মাসটা ভালই কাটাব।’



Source link