IPL 2023: Mahendra Singh Dhoni HITS HUGE SIXES In Nets Before CSK Vs GT Matches


চেন্নাই: আজই আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠেই খেলতে নামবেন মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kimgs)। আজকের ম্যাচ জিতলেই সরাসরি আইপিএলের ফাইনালে পৌঁছে যাবে হলুদ ব্রিগেড। অবশ্য পরাজিত হলেও, কোয়ালিফায়ার ২ জিতে প্লে-অফে পৌঁছনোর আরেকটি সুযোগ পাবে বটে, তবে ঘরের মাঠেই ফাইনালের টিকিট পাকা করতে বদ্ধপরিকর হবে ধোনির দল।

গুজরাতের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১ ম্যাচের আগে সিএসকের নেটে ঝড় তুললেন ধোনি। নেটে ব্যাট করার সময় এগিয়ে এসে বেশ কয়েকটি বড় বড় ছক্কা হাঁকান মাহি। মাঠের পাশে এক মনে ধোনির ব্যাটিং দেখতে দেখা যায় মঈন আলিকেও। সিএসকে তরফে সোশ্যাল মিডিয়ায় ধোনির নেট প্র্যাক্টিসের ভিডিওটি পোস্ট করা হয়, যা মুহূর্তেই ভাইরালও হয়ে যায়।

চলতি আইপিএলে ধোনি সিংহভাগ ম্যাচই আট নম্বরে ব্যাটিং করতে নেমেছেন। পছন্দের তারকা এত পরে ব্যাটিং করতে নামায় ধোনিঅনুরাগী খানিকটা হতাশই হয়েছেন বটে। তবে এ মরসুমে দলে এটাই তাঁর ভূমিকা বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন সিএসকের ব্যাটিং কোট মাইকেল হাসি। হাসি স্পষ্ট জানিয়ে দিলেন যে ধোনি পরিকল্পনামাফিকই নীচের দিকে ব্যাটিংয়ে নামছেন। ইনিংসের আগের দিকে ব্যাট করলে, হাঁটুতেও বাড়তি চাপ পড়তে পারে, যা এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে জানান অজি কিংবদন্তি। 

 

‘ও শেষ কয়েক ওভারে নেমে আগ্রাসী মেজাজে যে ব্যাট করতে পছন্দ করে, সেটা সবাই জানে। ওর হাঁটুর চোটের বিষয়েও সকলেই জানেন। সাধ্যমতো প্রতিটি ম্যাচ খেলার চেষ্টা করছে ও। যদি ১০, ১১ ওভারে ধোনিকে ব্যাটে নেমে দ্রুত রানগুলি নিতে হয়, তাহলে তো ওর হাঁটুতে চাপ পড়বে। ওই তাই শেষের দিকে নেমেই ম্যাচে যতটা সম্ভব প্রভাব ফেলতে আগ্রহী। ওর আগে নামা দুবে, জাডেজা, রাহানে, রায়াডুদের প্রতি কিন্তু ধোনির যথেষ্ট ভরসা রয়েছে।’ দাবি হাসির।

পাশাপাশি হাসির দাবি ধোনি চাইলে আরও পাঁচটি বছর খেলা চালিয়ে যেতেই পারেন। তিনি সাফ সাফ জানিয়ে দিলেন যে ধোনি আগামী পাঁচ বছর আইপিএলে খেলা চালিয়ে যেতে পারেন। মাইকেল হাসি বলেন, ‘ওর মধ্যে তো এখনও ছক্কা মারার দক্ষতা রয়েছে। ও নিজের খেলাটা উপভোগ করছে এবং দলের জন্য অবদানও রাখছে। আগামী আরও পাঁচ বছর কিন্তু ও অনায়াসেই খেলা চালিয়ে যেতে পারে।’ 

আরও পড়ুন: জানেন কি বাসি রুটি টাটকার চেয়েও বেশি স্বাস্থ্যকর!



Source link

Read also  IPL 2023 Points Table Gujarat Titans Moved To Top Spot Know The Full List In Details