IPL 2023: KKR-এর ম্যাচে ২ প্রধানের জার্সি পরে মাঠে ঢোকায় বাধা- ক্ষোভ উগরে CAB-কে চিঠি EB-র

কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেনে লখনউ সুপার জায়ান্টস মোহনবাগানের রঙে রাঙিয়ে খেলতে নেমেছিল। তারা ম্যাচটি মেরুন জার্সি পরে খেলতে নেমেছিল। তবে সেই ম্যাচে আবার মেরুন জার্সি পরে খেলা দেখতে আসে বেশ কিছু অনুরাগীকে মাঠে ঢুকতে বাধা দেওয়া হয়। এই নিয়ে মোহনবাগান কর্তৃপক্ষ আগেই সরকারি ভাবে ক্ষোভ উগরে দিয়েছিল। এ বার একই পথে হাঁটল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলও।

ইস্টবেঙ্গলের সমর্থকদেরও নাকি প্রিয় ক্লাবের জার্সি পরে নাইট রাইডার্স-লখনউ সুপার জায়ান্টস ম্যাচে মাঠে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং গোটা বিষয়টাতেই রেগে লাগ লাল-হলুদ কর্তৃপক্ষ। তাঁরা সরাসরি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: টাইটান্সের ডেরায় অপ্রতিরোধ্য নন হার্দিকরা, ঘরের মাঠ হলেও লড়াই হবে সেয়ানে সেয়ানে

ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার এবার মুখ খুলেছেন। তিনি সেই সমর্থকদের বাহবা দিয়েছেন, যাঁরা এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। পাশাপাশি সিএবি সভাপতির উদ্দেশে তিনি বলেছেন, ‘সিএবি সভাপতি তো নিজেই সাত-আট বছর ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। কলকাতার এই দুই প্রধানের ঐতিহ্য এবং গৌরব সম্পর্কে তিনি ভালো ভাবেই জানেন। তার পরেও প্রিয় ক্লাবের জার্সি পরে নাইট রাইডার্সের ম্যাচ দেখতে আসা যাবে না, এ কথা কেকেআর-লখনউ ম্যাচের টিকিটে কোথাও লেখা ছিল না।’

এর পরেই তিনি সিএবিকে চিঠি দেওয়ার কথা জানিয়ে যোগ করেন, ‘বিশ্বের আর কোনও প্রান্তে এমনটা দেখা যায় না। বিশ্বকাপেও তো সমর্থকেরা তাঁদের প্রিয় ক্লাবের জার্সি পরে মাঠে প্রবেশ করেন। আমরা সিএবি প্রেসিডেন্টকে চিঠি দিচ্ছি। টিকিটে পোশাক সংক্রান্ত কোনও নির্দেশিকা ছিল না। ভবিষ্যতে যদি টিকিটের পিছনে নির্দিষ্ট করে বলা থাকে কী পোশাক পরে স্টেডিয়ামে ঢোকা যাবে, আমরা তখন সেটাকে মান্যতা দেব।’

আরও পড়ুন: আরও পড়ুন: বিশেষজ্ঞদের 2023 IPL-এর একাদশে নেই কোহলি-রোহিত-জাদেজারা, নাম নেই KKR-এর এক জনেরও

Read also  যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস' IPL 2023 CSK vs PBKS Preity Zinta reveals once in 2009 she made 120 Aloo Partaha for Punjab Kings Players sup – News18 Bangla

তবে পুরো বিষয়টাই অস্বীকার করেছে কেকেআর ম্যানেজমেন্ট। তাদের তরফে দাবি করা হয়েছে যে, এই বিষয়ে তাদের কোনও হাত নেই। বরং ওই সমর্থকেরা আইপিএলের অ্যান্টি-অ্যাম্বুশ মার্কেটিং দলের দ্বারাই বাধাপ্রাপ্ত হয়েছে।

কেকেআর ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছে, ‘২০ মে কেকেআর বনাম এলএসজি ম্যাচে দর্শকদের মাঠে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে যে খবর চারদিকে ছড়িয়েছে, তা ভুল। তথ্যের খাতিরে জানিয়ে রাখা যাক যে, স্টেডিয়ামে ভিড় সামলানোর দায়িত্ব কেকেআর কর্তৃপক্ষের হাতে নেই। আমরা জানতে পেরেছি, আইপিএলের নিয়ম অনুযায়ী অ্যাম্বুশ মার্কেটিং ক্ষতিগ্রস্ত হয়, এরকম কোনও ঘটনা ঘটা থেকে আটকেছিল আইপিএলের অ্যান্টি-অ্যাম্বুশ মার্কেটিং টিম।’

Source link