IPL 2023: নিজের ক্রিকেট জীবন যেন ফিরে পেয়েছি- DC-র অনুশীলনে যোগ দিয়ে টগবগ করে ফুটছেন সৌরভ – IPL 2023: It’s like getting my cricket life back
আইপিএল শুরুও হয়নি। কিন্তু দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় এখনই চূড়ান্ত ব্যস্ত। তিনি যেন ফিরে গিয়েছেন ১৫ বছর আগে। নিজের ক্রিকেটার জীবনে। আসলে এখন আবার সেই সকালে উঠেই তিনি মাঠে চলে আসছেন। তার পর কঠোর অনুশীলন। দীর্ঘ দিন পর মাঠে ফিরে ঠিক পুরনো মেজাজে বারবার ধরা দিয়েছেন দাদি। ২০০৮ সালেও তো এটা ছিল মহারাজের রোজনামচা।
এখন অবশ্য ব্যাট হাতে ২২ গজে নেমে খেলা হবে না। তবে তাঁর দায়িত্ব বেশ গুরুত্বপূর্ণ। আগে এক বছর আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে মেন্টার হিসেবে কাজ করলেও এ বার সৌরভের ভূমিকা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ। শুধু ছেলেদের আইপিএল নয়, মহিলা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বিদেশের মাটিতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা দিল্লি দলের যাবতীয় খুঁটিনাটির হিসেব রাখছেন সৌরভই। পাশাপাশি আইপিএলের আগে কোচের ভূমিকা ধরা দিচ্ছেন। কোচ রিকি পন্টিং আসার আগেই কার্যত ক্রিকেটারদের তৈরি করে ফেলেছেন মহারাজ।
আরও পড়ুন: ৪১ বছরেও CSK-এর নেট সেশনে ‘নো-লুক সিক্স’ হাঁকাচ্ছেন মাহি, ভাইরাল সেই ভিডিয়ো
এখন রোজ ভোরবেলা উঠেই বেহালা থেকে চলে যাচ্ছেন সোজা সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠে। ৫০ পার করার পরেও তিনি যেন টগবগ করে ফুটছেন। আইপিএলের নয়া ভূমিকা কেমন উপভোগ করছেন জানতে চাওয়া হলে, সৌরভ TV18 বাংলাকে বলেন, ‘এই বেশ ভাল আছি। অন্য কাজের থেকে অনেক ভাল ক্রিকেট মাঠে ফিরে এইভাবে কাজ করা। সেই নিজের ক্রিকেট জীবনের প্রতি মুহূর্ত যেন ফিরে আসছে।’
অথচ বছর খানেক আগে হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছিল। হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচারও করতে হয়েছিল সৌরভের। তবে তিনি কিন্তু এখন পুরো ফিট। স্পষ্ট বলে দিয়েছেন, ‘ক্রিকেট মাঠে ফিরে আসার থেকে আর ভালো কিছু হতে পারে না। আয়ু যেন আরও ১০ বছর বেড়ে গিয়েছে।’
আরও পড়ুন: শ্রেয়স না খেললে KKR অধিনায়ক কে হবেন? নাইটদের পোস্টে লিটনের নাম নিয়ে জল্পনা
সৌরভের বড় দায়িত্ব এখন ঋষভ পন্থের পরিবর্ত খুঁজে বের করা। পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ ফিট করে তুলতেও তিনি বদ্ধপরিকর। অনুশীলনে প্রায় ৪-৫ ঘণ্টা মাঠেই দাঁড়িয়ে থাকছেন মহারাজ। শুধু দাঁড়িয়ে থাকা নয় প্রতি মুহূর্তে ক্রিকেটারদের সঙ্গে ছুটে গিয়ে কথা বলছেন। মাঠে ক্রিকেটারদের ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন। মানসিক ভাবে তাতিয়ে রেখেছেন দিল্লির ক্রিকেটারদের। এমনকী ক্রিকেটাররা অনুশীলনের পর কী খাবেন, মাঠের কোন উইকেটে কখন অনুশীলন হবে, কী ধরনের সরঞ্জাম প্রয়োজন, কোন ক্রিকেটারের কোথায় কি সমস্যা, কোথায় চোট কবে কারা দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন- জুতো সেলাই থেকে চণ্ডি পাঠ সবই সৌরভের দায়িত্বে।
ফেব্রুয়ারির শুরুতে কলকাতায় দু’দিনের প্রথম দফার শিবির করেছিল সৌরভের দিল্লি। তার পর সেই মাসের শেষেই আরও দিন তিনেকের অনুশীলন কলকাতায়। এ বার তৃতীয় দফায় কলকাতায় শিবির করছে, দিল্লি ক্যাপিটালস। এই তিন বারের শিবিরের পুরো দায়িত্বই সৌরভ নিজের হাতে সামলেছেন। বুধবার অনুশীলন শেষে আগামিকাল, বৃহস্পতিবার কলকাতা থেকে উড়ে যাবেন দুবাই। আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হিসেবে বৈঠক করবেন। দু’দিনের মধ্যেই ফের ফিরে এসে দিল্লিতে যোগ দেবেন সৌরভ। রাজধানীতে ১৯ তারিখ থেকে শুরু হবে দিল্লি ক্যাপিটালসের চূড়ান্ত পর্যায়ের শিবির। আর ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। সৌরভ এখন তাই বড় বেশি ব্যস্ত।