IPL 2023: জেমিসনের পরিবর্তে মাত্র ৪টি আন্তর্জাতিক T20 খেলা প্রোটিয়া পেসারকে দলে নিল CSK
চোটের জন্য আইপিএলে মাঠে নামা হবে না কাইল জেমিসনের, এখবর আগেই জানা হয়ে গিয়েছিল। তবে ক্রিকেটপ্রেমীদের নজর ছিল জেমিসনের পরিবর্ত হিসেবে চেন্নাই সুপার কিংস কাকে দলে নেয়, সেদিকে। অবশেষে ফ্র্যাঞ্চাইজির তরফে কিউয়ি অল-রাউন্ডারের পরিবর্ত খুঁজে নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয় যে, জেমিসনের বদলে এবছর প্রোটিয়া পেসার সিসান্দা মাগালাকে দেখা যাবে সিএসকের জার্সিতে।
রবিবার আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে রদবদলের কথা জানিয়ে দেওয়া হয়। পরে সিএসকে ফ্র্যাঞ্চাইজির তরফেও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে স্কোয়াডে স্বাগত জানানো হয় মাগালাকে।
গত আইপিএল নিলামে কাইল জেমিসনকে ১ কোটি টাকা দিয়ে দলে নেয় চেন্নাই। অন্যদিকে সিসান্দা মাগালা নিলামে অবিক্রিত থাকেন। শেষমেশ মাগালাকে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় দলে নেয় সিএসকে। অর্থাৎ, জেমিসনের মূল্যের অর্ধেক টাকায় মাগালা যোগ দেন চেন্নাই শিবিরে।