IPL 2023: আইপিএল শুরুর আগেই ধাক্কা খেল RCB, ছিটকে গেলেন ৩.২ কোটির ব্যাটার!
আইপিএল শুরুর আগেই জোর ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার উইল জ্যাকস।
এবছর আইপিএলের নিলাম থেকে ইংল্যান্ডের উইল জ্যাকসকে ৩ কোটি ২০ লক্ষ টাকার বড়সড় অঙ্কে দলে নেয় আরসিবি। তবে বাংলাদেশ সফরের ওয়ান ডে সিরিজ চলাকালীন চোট পান তিনি। ফলে এবছর আইপিএলে মাঠে নামতে পারবেন না ২৪ বছর বয়সি ব্রিটিশ ক্রিকেটার, এমনটাই খবর ইএসপিএন-ক্রিকইনফোর।
মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচের সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পান জ্যাকস। চোটের জায়গায় স্ক্যান করানোর পরে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেন তিনি। ডাক্তারদের পরামর্শ মতোই আইপিএল থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন উইল।
আইপিএল থেকে ছিটকে যাওয়া উইল জ্যাকসের কাছেও বড় ধাক্কা সন্দেহ নেই। কেননা ওয়ান ডে বিশ্বকাপের আগে আইপিএল খেলে ভারতের পিচ ও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে সড়গড় হওয়ার সুবর্ণ সুযোগ ছিল ব্রিটিশ তারকার সামনে। পরিবর্তিত পরিস্থিতিতে সেটা আর সম্ভব নয়।
জ্যাকসের পরিবর্ত হিসেবে ব্যাঙ্গালোরের বিবেচনায় রয়েছেন নিউজিল্যান্ডের অল-রাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। কিউয়ি তারকার সঙ্গে আরসিবি আলোচনা চালাচ্ছে বলে খবর।