IND vs NZ Live Streaming: কাল কখন, কোথায় প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছেন হার্দিক-উইলিয়ামসনরা?

<p style="text-align: justify;"><strong>ওয়েলিংটন:</strong> আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (<a title="Indian Cricket Team" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">Indian Cricket Team</a>)। ওয়েলিংটনে <a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>র নেতৃত্বে একেবারে তরুণ একটা ভারতীয় দল মাঠে নামবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর ২ সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। আসন্ন টি-টোয়েন্টি&nbsp; সিরিজে ঋষভ পন্থ সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন। এছাড়াও ঈশান কিষাণ, দীপক হুডা, হর্ষল পটেল, সঞ্জু স্য়ামসনের মত তরুণরা রয়েছেন স্কোয়াডে। এছাড়াও নিউজিল্য়ান্ডের গতিময় পিচের কথা মাথায় রেখে উমরান মালিককেও নেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>টি-টােয়েন্টি সিরিজে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ কবে?</strong><br />আগামীকাল, ১৮ নভেম্বর, বৃহস্পতিবার ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আয়োজিত হবে।</p>
<p style="text-align: justify;"><strong>কোথায় হবে খেলা?</strong><br />ওয়েলিংটনে হবে খেলা&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>কখন শুরু ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচটি?</strong><br />ভারতীয় সময় অনুযায়ী দুুপুর ১২টা থেকে শুরু ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ১১.৩০-এ</p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle" style="text-align: justify;">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot" data-google-query-id="COi7o9O8mPsCFdcf1QodCY8K2g"><strong>কোথায় দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ড এই ম্যাচটি?</strong></div>
</div>
</div>
<p style="text-align: justify;">ডিডি স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচটি।</p>
<p style="text-align: justify;"><strong>অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?</strong><br />অনলাইনে অ্যামাজন প্রাইম ভিডিওয় লাইভ স্ট্রিমিং হবে।&nbsp; &nbsp;</p>
<p><strong>কেনের হাতে ট্রফি</strong></p>
<p>সিরিজ শুরুর আগে বুধবারই ট্রফি উন্মোচন হয়ে গেল। নিয়মমাফিক দুই অধিনায়ক ট্রফি মাঝে নিয়ে ছবিও তুললেন। আর এর মাঝেই এক মজাদার ঘটনা ঘটে গেল।&nbsp;ভারতীয় অধিনায়ক হার্দিকের নাগাল থেকে ট্রফি ছিনিয়ে নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। ঘটনাটি ঠিক কী? ওয়েলিংটনে ছবি তোলার সময় প্রবল বেগে হাওয়া বইছিল। সেই হাওয়ার দাপট এতটাই ছিল যে স্ট্যান্ডে রাখা ট্রফিটি কার্যত মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে নিজের দুর্দান্ত রিফ্লেক্স দেখিয়ে ট্রফিটি ধরে নেন কেন। হার্দিকও ট্রফি ধরতেই যাচ্ছিলেন, তবে তাঁর আগেই কেন তা হাতে তুলে নেন। ট্রফি হাতে নিয়েই কেন মজার ছলে বলে উঠেন, ‘এই ট্রফিটা আমারই।’ অবশ্য পুরো বিষয়টাই হয়েছে মজার ছলে। গোটা ঘটনাটিই ক্যামেরাবন্দিও হয়েছে এবং পরে তা সোশ্যাল মিডিয়াও শেয়ার করা হয়।</p>
<p><a title="আরও পড়ুন: আইপিএল থেকে অবসর নিয়েছেন বন্ধু পোলার্ড, পাণ্ড্যর পোস্টে আবেগের বিস্ফোরণ" href="https://bengali.abplive.com/sports/cricket/ipl-2023-hardik-pandya-jasprit-bumrah-shared-emotional-post-for-kieron-pollard-after-his-retirement-know-details-935341" target="_blank" rel="noopener">আরও পড়ুন: আইপিএল থেকে অবসর নিয়েছেন বন্ধু পোলার্ড, পাণ্ড্যর পোস্টে আবেগের বিস্ফোরণ</a></p>

Source link

Read also  Dimitri Petratos and Hugo Boumos scores as ATK Mohun Bagan beat FC Goa to remain in third position in ISL – News18 Bangla