IND vs AUS Probable XI: দলে ফিরবেন রোহিত, বাদ পড়বেন কে? দেখুন ভারত-অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালেও ভারত নিখুঁত ক্রিকেট উপহার দিতে পারেনি। দলের পারফর্ম্যান্সে ফাঁক-ফোকর থেকেই গিয়েছে। এই অবস্থায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজের দখল নিতে মরিয়া টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ম্যাচের প্রথম একাদশে ভারতকে রদবদল করতেই হবে। কেননা, ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়ানো রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে মাঠে ফিরবেন। হার্দিক পান্ডিয়ার হাত থেকে নেতৃত্বের ব্যাটন ফিরে পাবেন হিটম্যান। রোহিত প্রথম একাদশে ঢুকলে তাঁকে জায়গা ছাড়তে হবে কোনও এক ওপেনারকে। এক্ষেত্রে ইশান কিষাণকেই সম্ভবত রিজার্ভ বেঞ্চে বসতে হবে। কেননা শুভমন গিল যে রকম ফর্মে রয়েছেন, তাঁকে বসানোর সাহস দেখাবে না টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় ম্য়াচের প্রথম একাদশে ভারতের এই একটি মাত্র রদবদলের সম্ভাবনাই প্রবল। তবে পিচ নিতান্ত স্পিনারদের অনুকূল হলে শার্দুল ঠাকুরের বদলে ওয়াশিংটন সুন্দরকেও মাঠে নামাতে পারে টিম ইন্ডিয়া।

আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। চোখ রাখা যাক দু’দলের সম্ভাব্য একাদশে।

আরও পড়ুন:- WPL 2023: একের পর এক সহজ ক্যাচ ছেড়ে ম্যাচ হারল মুম্বই ইন্ডিয়ান্স, থামল হরমনপ্রীতদের বিজয়রথ

ভারতের সম্ভাব্য একাদশ:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/ওয়াশিংটন সুন্দর/উমরান মালিক, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:-
মিচেল মার্শ, ট্রেভিস হেড, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টাইনিস, মিচেল স্টার্ক, সিয়ান অ্যাবট ও অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন:- BAN vs IRE: ৭ হাজারের মাইলস্টোনে শাকিব, দুর্বল আয়ারল্যান্ডকে সামনে পেয়ে ‘সব থেকে বেশি রানের’ ODI ইনিংস গড়ল বাংলাদেশ

Read also  Brazil vs Croatia: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুরন্ত রেকর্ড, সেমিফাইনালে পৌঁছতে পারবে ব্রাজিল? কখন কোথায় দেখবেন ম্যাচ?

কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ:-
১৯ মার্চ, ২০২৩ (রবিবার)।

কোথায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি:-
বিশাখাপত্তনমের ওয়াইএস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে।

কখন শুরু হবে ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ১টায়।

ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি এদেশে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১ চ্যানেলে।

অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলি ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে। এছাড়া সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link