IND vs AUS 2nd ODI: ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ান ডেতে প্রভাব ফেলবেন বরুণদেব?

<p><strong>বিশাখাপত্তনম:&nbsp;</strong>দুরন্তভাবে ৫ উইকেটে প্রথম ওয়ান ডে (IND vs AUS 2nd ODI) ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল ভারতীয় দল। আজ, রবিবার বিশাখাপত্তনমে আয়োজিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে। এই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের নামে করে ফেলবে টিম ইন্ডিয়া (Team India)। তবে এই ম্যাচ হওয়া নিয়ে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। বিশাখাপত্তনমে রবিবার বৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।</p>
<p><strong>বৃষ্টির আশঙ্কা</strong></p>
<p>আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। শনিবারও একাধিকবার বিশাখাপত্তনমে বৃষ্টি হয়েছে বলেই খবর। তবে অভয় দিচ্ছেন অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব গোপিনাথ রেড্ডি। তাঁর দাবি বৃষ্টি হলেও মাঠে যথেষ্ট পরিমান সুপারসপার রয়েছে এবং মাঠের জলনিকাশী বন্দোবস্তও খুবই ভাল। তিনি বলেন, ‘স্টেডিয়ামে সুপারসপারের সুবন্দোবস্ত রয়েছে ও জলনিকাশী ব্যবস্থাও বেশ ভাল। আমরা কিন্তু শুধু পিচ নয়, গোটা মাঠই ঢাকি। কয়েক ঘণ্টা বৃষ্টি হলেও, মাঠ শুকিয়ে খেলা শুরু করা যেতেই পারে। অবশ্য দীর্ঘ সময় বৃষ্টি হলে তা ম্যাচে প্রভাব ফেলবে। বৃষ্টি থামলে মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যেই আমরা মাঠ খেলার উপযোগী করে তুলতে পারব।'</p>
<p><strong>ফিরবেন রোহিত</strong></p>
<p>শুরুতে দুই তারকা বোলারের দাপটে এবং ব্যাট হাতে কেএল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) পরিপক্ক পার্টনারশিপে ভর করে ৬১ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়&nbsp;<a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আসর বসবে রবিবার। এই ম্যাচ জিততে পারলেই টেস্টের পর ওয়ান ডে সিরিজও নিজের নামে করে ফেলবে টিম ইন্ডিয়া।</p>
<p>প্রসঙ্গত, মুম্বইয়ে প্রথম ওয়ান ডেতে পারিবারিক কারণে রোহিত শর্মা (Rohit Sharma) খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ান ডেতে দলে যোগ দিচ্ছেন তিনি। রাহুলের দুর্দান্ত ইনিংসের পর তাঁকে দল থেকে বাদ দেওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে রোহিতকে জায়গা করে দিতে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের মধ্যে একজনকে বাইরেই বসতে হবে। দুই তারকাই কিন্তু ওয়াংখেড়েতে প্রথম ওয়ান ডেতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। ঈশান মাত্র তিন ও সূর্যকুমার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। ভারত ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করতে পারে কি না এখন সেটাই দেখার।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="সেঞ্চুরি হাতছাড়া হলেও নজির শাকিবের, রেকর্ড গড়ল বাংলাদেশও" href="https://bengali.abplive.com/sports/ban-vs-ire-1st-odi-shakib-al-hasan-completes-7-thousand-odi-runs-bangladesh-largest-score-in-odi-964018" target="_self">সেঞ্চুরি হাতছাড়া হলেও নজির শাকিবের, রেকর্ড গড়ল বাংলাদেশও</a></strong></p>

Source link

Read also  মেসিদের পিএসজি-র মালিকের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু। Paris Saint Germain president Nasser Al Khelaifi investigated for torture and kidnapping