Ind vs Aus 2nd ODI: বিশাখাপত্তনমের আকাশে কালো মেঘ! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার, ১৯ মার্চ। বিশাখাপত্তনমে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে চিন্তার ভাঁজ পড়েছে উদ্যোক্তাদের কপালে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ ভেস্তে যেতে পারে। সিরিজের দ্বিতীয় ম্যাচের মজাটা একেবারেই ম্যার ম্যারে হয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে রবিবার বিশাখাপত্তনমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার নাকি সারাদিন বিশাখাপত্তনের আবহাওয়া খারাপ থাকার কথা রয়েছে। এর ফলে নাকি পিচ ঢেকে রাখা হবে। এরফলে অনুমান করা হচ্ছে যে হয়তো রবিবারের ম্যাচ অনুষ্ঠিত নাও হতে পারে। আবার যদিও পিচের ঢাকা সরে যায় তবুও ম্যাচ বেশি নাও গড়াতে পারে। কারণ সেখানে বৃষ্টি হতে পারে এবং এরফলে ম্যাচ বারবার থেমে যেতে পারে ও ম্যাচ শেষ পর্যন্ত ভেস্তে যেতে পারে।

আরও পড়ুন… এশিয়া কাপ নিয়ে গরম গরম কথা বলার পর এবার ভারতের শক্তির কথা স্বীকার করে নিলেন পাকিস্তান বোর্ড প্রধান

দেখে নেওয়া যাক কী বলছে আবহাওয়ার পূর্বাভাস-

দ্বিতীয় ওডিআইয়ের আবহাওয়ার পূর্বাভাস হল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যার মানে দুই দলের ফাস্ট বোলাররা বল সুইং করাতে পারবেন। ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৩১ থেকে ৫১ শতাংশ রয়েছে। এবং এখানকার আকাশ সারা দিন ধরেই মেঘলা থাকবে। ম্যাচের মাঝখানে অর্থাৎ বিকেল পাঁচটার দিকে ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে ম্যাচ বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে বৃষ্টির জন্য ম্যাচে ওভারের সংখ্যাও কমতে পারে। ম্যাচ চলাকালীন বৃষ্টি বাধাগ্রস্ত হলে এই ম্যাচটি কম ওভারের হয়ে যাবে এবং ভক্তরা ম্যাচটি কম ওভারের দেখতে পারেন।

আরও পড়ুন… চ্যাম্পিয়ন হয়েই ফুটবলারদের আত্মত্যাগের কথা শোনালেন ATK মোহনবাগানের কোচ ফেরান্দো

Read also  আজ বাংলাদেশের বিরুদ্ধে জিততে চায় রোহিত শর্মার ভারতীয় দল

এই ম্যাচ জিতে ভারতীয় দল সিরিজে ২-০ তে অপ্রতিরোধ্য লিড নিতে চাইবে এবং তাদের ব্যাটিংয়ে উন্নতি করতে চাইবে। অধিনায়ক রোহিত শর্মার প্রত্যাবর্তন অবশ্যই টপ-অর্ডারকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। তবে বৃষ্টি ভেজা পরিবেশে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের গতি এবং ‘ভ্যারিয়েশন’ এর সামনে ভারতীয় দল বড় পরীক্ষার মুখে পড়তে পারে। এই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে মরিয়া থাকবে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। এখন দেখার আদৌ বিশাখাপত্তনমে ম্যাচটি অনুষ্ঠিত হয় কিনা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link