IND vs AUS: ধাঁই করে শূন্যে শরীরটা তুলে ভাসালেন, এক হাতে ধরে ফেললেন স্মিথ, রইল সুপার ভাইরাল ভিডিও

বিশাখাপত্তনম:  প্রথম ম্যাচে টপ অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়লেও ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া৷  যদিও মাঠ আর শহর বদলে গেছে। কিন্তু, টিম ইন্ডিয়ার অবস্থা বদলায়নি। মুম্বইয়ের মতো, বিশাখাপত্তনম ওয়ানডেতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় টপ অর্ডার। টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটসম্যানদের বিরুদ্ধে সাক্ষাৎ যম হয়ে উঠেছেন মিচেল স্টার্ক।

স্টার্কের সুইংয়ের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের কার্যত  অসহায় দেখায় এবং ১০ ওভারের মধ্যেই অর্ধেক টিম ইন্ডিয়া প্যাভিলিয়নে ফিরে যায়। এর মধ্যে মিচেল স্টার্কের শিকার ৪ টপ অর্ডার ব্যাটসম্যান। স্টার্কের সাফল্যে যোগ্য সঙ্গত দেন স্টিভ স্মিথ৷

ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ক্যাচগুলো ধরেন স্মিথ এবং দুটি ক্যাচই ছিল অসাধারণ। বিশেষত স্টিভ স্মিথ যেভাবে হার্দিকের ক্যাচ  স্লিপে তালুবন্দি  করেন যেভাবে তা কার্যত হতবাক করে দিয়েছে সকলকে৷

আরও পড়ুন –  ISL Champion: ভারতসেরা হল মোহনবাগান, স্বামীকে মাঠের মধ্যেই জড়িয়ে ধরে ঠোঁটে চুমু বাঙালি ফুটবলারের বউয়ের, রইল সব ফটো

দেখে নিন উড়ন্ত স্টিভ স্মিথের ভাইরাল ভিডিও

Published by:Debalina Datta

First published:

Tags: IND vs AUS, Viral Video



Source link

Read also  After Shahbaz Ahmed heroic half century, Jaydev Unadkat and Chetan Sakariya takes three as Bengal all out on 174