Hardik Pandya Is Not Much Bothered About Jasprit Bumrah’s Absence In ODI Series Vs Australia

মুম্বই: চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরেই রয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। খবর অনুযায়ী, সদ্যই নিউজিল্যান্ডে তাঁর সফল অস্ত্রোপ্রচার হয়েছে। তবে ভারতের (Team India) তারকা পেসারের মাঠে ফিরতে এখনও বেশ খানিকটা সময় লাগতে পারে। বুমরার না থাকাটা নিঃসন্দেহে বিরাট ক্ষতি, তবে তাতে ভারতের পেস আক্রমণে তেমন প্রভাব পড়বে বলে মনে করছেন না হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।

নিশ্চিন্ত হার্দিক

রোহিতের অনুপস্থিতিতে হার্দিকই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হার্দিক বলেন, ‘যশপ্রীত তো বেশ কয়েকদিন ধরে মাঠের বাইরে রয়েছে। তবে আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট অভিজ্ঞ এবং সকলেই অনেক ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে। জাস্সির থাকাটা অনেকটাই পার্থক্য গড়ে দেয় বটে, তবে আমরা খুব একটা চিন্তিত নই। কারণ জাস্সির বদলে যারা দলে খেলছে, তাদের দক্ষতার ওপর আমার যথেষ্ট ভরসা রয়েছে। আমি নিশ্চিত ওরা ভাল পারফর্ম করবে।’

শুধু বুমরা নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পিঠের চোটের কারণে শ্রেয়স আইয়ারও এই সিরিজে খেলতে পারবেন না। শ্রেয়সের চোটের বিষয়ে হার্দিক বলেন, ‘পিঠের চোটের সমস্যায় তো আমিও এর আগে ভুগেছি। ওর অনুপস্থিতি একটা বড় ক্ষতি তো বটেই, তবে ও না থাকলে আমাদের বিকল্প তো খুঁজে বের করতে হবে। ও ফিট থাকলে তো নিঃসন্দেহে ওকে স্বাগত জানাই। ভবিষ্যত নিয়ে ভাবনাচিন্তা করার জন্য যথেষ্ট সময় রয়েছে।’

ওপেনিংয়ে কে?

রোহিতের অনুপস্থিতিতে ফর্মে থাকা শুভমন গিলের প্রথম ওয়ান ডেতে ওপেন করা কার্যত নিশ্চিত। কিন্তু গিলের সঙ্গে কেএল রাহুল (KL Rahul) না ঈশান কিষাণ (Ishan Kishan), কে ওপেন করবেন, সেই নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটালেন হার্দিক নিজেই।

সাংবাদিক সম্মেলনে কোনও রাখঢাক না করেই প্রথম ওয়ান ডেতে গিলের ওপেনিং পার্টনারের নাম জানিয়ে দিলেন হার্দিক। তিনি বলেন, ‘ঈশান এবং শুভমন ইনিংস ওপেন করবে। এখানকার উইকেট সচরাচর যেমন হয়ে থাকে, তেমনই হবে বলে মনে হচ্ছে। আমি এই মাঠে বিগত প্রায় সাত বছর ধরে খেলছি। আমাদের কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ পিচ থেকে দুই দলই মদত পাবে।’

Read also  খোয়াজার পর শতরান ক্যামেরন গ্রিনের, দ্বিতীয় দিনের দুই সেশনও অজিদের নামে India vs Australia 4th Test Usman Khawaja scored 150 Cameron Green 95 Australia 347 runs for 4 wicket upto Lunch of Day 2 at Ahmedabad Test sup – News18 Bangla

আরও পড়ুন: সূর্যকুমারের ওয়ান ডে-র দরজা খুলবে? ঈশান ও রাহুলের মধ্যে উইকেটকিপার কে?

Source link