GT vs MI Qualifier 2 Live: গুজরাটের বিরুদ্ধে ২য় কোয়ালিফায়ারে টস জিতলেন রোহিত
লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে উঠলেও আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছে গুজরাট টাইটানসকে। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে হার্দিক পান্ডিয়ারা সম্মুখমরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই চার নম্বর দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফের যোগ্যতা অর্জন করে। তারা এলিমিনেটর ম্যাচে হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসকে। এখন দেখার যে, আমদাবাদের দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রতিপক্ষকে টেক্কা দেয় কোন দল। যারা জিতবে, ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। যারা হারবে, তাদের আইপিএল অভিযান শেষ এখানেই।
ম্যাচ শুরু
যথারীতি শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন জেসন বেহরেনডর্ফ। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ঋদ্ধি।
মুম্বইয়ের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়া ও আকাশ মাধওয়াল।
পরিবর্ত- নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদ, রাঘব গোয়েল, সন্দীপ ওয়ারিয়র ও রমনদীপ সিং।
গুজরাটের প্রথম একাদশ
ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমন গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ ও মহম্মদ শামি।
পরিবর্ত- জোশ লিটল, ওডিন স্মিথ, সাই কিশোর, শিবম মাভি ও কেএস ভরত।
টস জিতলেন রোহিত
গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান গুজরাট টাইটানসকে। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে মুম্বই। যদিও হার্দিক পান্ডিয়া জানান যে, তিনি টস জিতলেও রান তাড়া করার সিদ্ধান্তই নিতেন। মুম্বই ইন্ডিয়ান্স হৃত্বিক শোকিনকে বসিয়ে কুমার কার্তিকেয়াকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয়। গুজরাট দর্শন নালকান্ডে ও দাসুন শানাকাকে বসিয়ে সাই সুদর্শন ও জোশ লিটলকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয়।
অরেঞ্জ ক্যাপের জন্য গিলের দরকার ৯ রান
ফ্যাফ ডু’প্লেসির থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেওয়ার জন্য শুভমন গিলের দরকার মাত্র ৯ রান। দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে ৭৩০ রান সংগ্রহ করা ফ্যাফের মাথায় রয়েছে কমলা টুপি। গিলের সংগ্রহে রয়েছে ৭২২ রান।
রাত ৮টায় শুরু হবে ম্যাচ
টস অনুষ্ঠিত হবে ৭টা ৪৫ মিনিটে। খেলা শুরু হবে তার ১৫ মিনিট পরে। অর্থাৎ গুজরাট টাইটানস বনাম মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে রাত ৮টায়। সুতরাং, বৃষ্টির জন্য আইপিএল ২০২৩-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরে। কোনও ওভার কাটা যাচ্ছে না। খেলা হবে ২০ ওভার প্রতি ইনিংসের।
পিছিয়ে গেল টসের সময়
বৃষ্টি থেমেছে। পিচ থেকে কভার তুলে ফেলা হচ্ছে। আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামবেন ৭টা ২০ মিনিটে। সুতরাং, পিছিয়ে গিয়েছে টসের সময়। ম্যাচ দেরিতে শুরু হওয়াও কার্যত নিশ্চিত।
ম্যাচ ভেস্তে গেল কী হবে?
অন্ততপক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজন করা না গেলে সুপার ওভারে ফলাফল নির্ধারিত হতে পারে। সুুপার ওভার আয়োজন করা সম্ভব রাত ১২টা ৫০ মিনিট পর্যন্ত। যদি সুপার ওভারও আয়োজন করা না যায়, তবে লিগ টেবিলে যাদের অবস্থান ভালো ছিল, তারা ফাইনালে উঠবে। এক্ষেত্রে ম্যাচ আয়োজিত না হলে গুজরাট টাইটানস ফাইনাসে উঠবে।
আমদাবাদে বৃষ্টি
ম্যাচের আগে বৃষ্টি শুরু আমদাবাদে। ঢাকা দেওয়া রয়েছে পিচ। খেলা নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও হাতে সময় রয়েছে বিস্তর। ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে না এখনই। অন্ততপক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ শুরু হতে পারে রাত ১১টা ৫৬ মিনিটে। সেক্ষেত্রে ইনিংসের বিরতি হবে ১০ মিনিটের। কোনও স্ট্র্যাটেজিক টাইম-আউট দেখা যাবে না।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে মুম্বই
ইন্ডিয়ান প্রিমিয়র লিগে এখনও পর্যন্ত তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে গুজরাট ও মুম্বই। ২টি ম্যাচ জিতেছে মুম্বই, একটি ম্যাচ জিতেছে গুজরাট। সুতরাং, গুজরাটের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলের প্রথম লেগে হার্দিকরা হারিয়ে দেন রোহিতদের। ফিরতি লেগে জয় তুলে নিয়ে মধুর প্রতিশোধ নেন রোহিতরা।