GT vs MI, IPL 2023: ওয়াইড বলে স্টাম্প হলেন ঋদ্ধি, নিজের উইকেট ছুঁড়ে দিয়ে হতাশ করলেন বাঙালি কিপার

কোয়ালিফায়ার-টু-তে নিরাশ করলেন ঋদ্ধিমান সাহা। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ওপেন করতে নেমে তিনি কার্যত নিজের উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরলেন। ১৬ বলে ১৮ করেই সাজঘরে ফিরতে হল ঋদ্ধিকে।

৬.২ ওভারে পীযূষ চাওলার ওয়াইড বলে ঋদ্ধিমান সাহা স্টাম্প আউট হন। ইনিংসে নিজের প্রথম ওভার বল করতে এসেই পিযূষ ভেঙে দেন গুজরাট টাইটান্সের ওপেনিং জুটি। পিযূষের বল বেরিয়ে এসে খেলতে গিয়েই বল মিস করে আউট হন ঋদ্ধি। ইশান কিষাণ বল সংগ্রহ করে স্টাম্প ভাঙতে কোনও ভুল করেননি। ঋদ্ধি তাঁর ১৮ রানের ছোট্ট ইনিংসে মারেন ৩টি চার। ৫৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় গুজরাট টাইটান্স।

আরও পড়ুন: WTC Final-এর জন্য অনুশীলন শুরু, শার্দুলদের মজার ড্রিলে হাসির জোয়ার নেটপাড়ায়- ভিডিয়ো

বাংলার দলের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধি বর্তমানে ত্রিপুরা দলের অধিনায়ক। তিনি এবার আইপিএলে বেশ ভালো ছন্দেই রয়েছেন। এ বার আইপিএলে ১৬ ম্যাচে মোট ৩১৭ রান করেছেন তিনি। গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করায় এই মরশুমে তাঁকে ধরে রাখে গুজরাট। কিন্তু কোয়ালিফায়ার টু-তে রীতিমতো পাপালি নিরাশ করলেন।

আরও পড়ুন: বৈচিত্র্যের আতিশয্য না থাকাই মাধওয়ালের ট্রেন্ড হবে- নতুন তারায় মুগ্ধ মঞ্জরেকর

তবে ঋদ্ধি ব্যর্থ হলেও শুভমন গিলের ঝড়ে টাইটান্স এ দিন রানের পাহাড় গড়ল। শুভমনের ঝোড়ো ইনিংসের হাত ধরেই ৩ উইকেটে ২৩৩ রানের বড় স্কোর করল গুজরাট টাইটান্স। এ দিনে শুভমনে গিল ৩০ রানে ক্যাচ দিয়েছিলেন। সেটা মিস করার খেসারত হাতেনাতে দিতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। শুভমন শেষ পর্যন্ত ৬০ বলে ১২৯ করে আউট হলেন। আকাশ মাধওয়ালের বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে মোট সাতটি চার এবং ১০টি ছক্কা। এ ছাড়া ৩১ বলে ৪৩ রান করে রিটায়ার্ড আউট হন। ১৩ বলে অপরাজিত ২৮ করেন হার্দিক। মুম্বইয়ের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আকাশ মাধওয়াল এবং পিযূষ চাওলা।

Read also  এখনও প্লে অফে যেতে পারে কেকেআর! কিন্তু কীভাবে? রইল বিস্তারিত তথ্য IPL 2023 How can Kolkata Knight Riders qualify for IPL Play off after defeat against Rajasthan Royals sup – News18 Bangla

Source link