Europa League: ছিটকে গেল আর্সেনাল, কোয়ার্টারে স্পোর্টিং-রোমা-জুভেন্তাস-ম্যান ইউ

এমিরেটস স্টেডিয়ামের ম্যাচে আর্সেনালকে হারিয়ে দিল পর্তুগিজের ক্লাব স্পোর্টিং। টাইব্রেকারে জয় পায় পর্তুগিজ ক্লাবটি। আর্সেনালকে ৫-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পোর্টিং। গত ৯ মার্চ ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্পোর্টিংয়ের মাঠ থেকে ২-২ গোলের সমতা নিয়ে ফিরেছিল আর্সেনাল। তবে নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় লেগে সেই সুবিধাকে কাজে লাগাতে পারেনি গানাররা।

যদিও তারা চেষ্টা চালিয়েছিল। ৫৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় জাকা-মার্টিনেল্লিরা। যার মধ্যে ৯টি শটই ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে স্পোর্টিংয়ের ১৫ শটের মধ্যে মাত্র দুটি ছিল অন টার্গেট ছিল। ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। মাঝমাঠ থেকে ওলেকসান্দার জিনচেনকোর বাড়ানো লম্বা পাস দখলে নিয়ে দ্রুত গতিতে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ওয়ান অন ওয়ান পজিশনে তিনি অবশ্য ব্যর্থ হন স্পোর্টিংয়ের গোলরক্ষক অ্যান্তোনিও আদানকে পরাস্ত করতে। তবে স্প্যানিশ গোলরক্ষক বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। বক্সের মধ্যেই বল পেয়ে যান আর্সেনালের মিডফিল্ডার জাকা। দ্রুত গতিতে ছুটে এসে তিনি গোল করতে ভুল করেননি।

আরও পড়ুন… PSL 2023: পেশোয়ারের আগুনে পেস, হেলস-শোয়েবের দুরন্ত লড়াই সত্ত্বেও ছিটকে গেল ইসলামাবাদ

তবে এরপর স্পোর্টিং-এর গোলরক্ষক পরবর্তীতে একের পর এক আক্রমণ বাঁচিয়ে দেন। এদিকে স্পোর্টিং সমতায় ফেরে ম্যাচের ৬২ মিনিটে। মাঝমাঠে প্রতিপক্ষের ফুটবলারদের থেকে বল কেড়ে নিয়ে সেখান থেকেই গোলের উদ্দেশে লম্বা শট নেন গঞ্চালভেস। তার দুর্দান্ত শট অবিশ্বাস্যভাবে জালে জড়ান। আর্সেনালের গোলরক্ষক কিছুটা এগিয়ে আসায় লাফিয়ে বলের নাগাল পাননি। এ গোলই বদলে দেয় স্পোর্টিংয়ের ভাগ্য।

এরপর নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের খেলা শেষেও কোনও দল আর গোল করতে পারেনি। ম্যাচের ভাগ্য শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম তিন শট পর্যন্ত লড়াইয়েই ছিল স্বাগতিকরা। জেরেমিয়াহর বিপরীতে মার্টিন ওডেগার্ড, রিকার্দো এসগাইয়োর বিপরীতে বুকায়ো সাকা এবং গঞ্চালো ইনাচিওর বিপরীতে স্পটকিক নিতে এসে লিয়ান্দ্রো ট্রোসার্ড সফল হন। কিন্তু স্পোর্টিংয়ের অর্থারের বিপরীতে আর্সেনালের হয়ে চতুর্থ শটটি নিতে এসে ব্যর্থ হন মার্টিনেল্লি। এরপর নুনো সান্তোস স্পটকিকে সফল হলে নিশ্চিত হয়ে যায় আর্সেনালের বিদায়। কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে নেয় পর্তুগালের স্পোর্টিং।

Read also  IND Vs AUS 2nd Test: KL Rahul One Handed Blinder To Get Rid Of Usman Khawaja

আরও পড়ুন… কামব্যাক ম্যান যুবি দেখা করলেন পন্তের সঙ্গে, দিলেন বিশেষ বার্তা

এদিকে ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ফ্রাইবুর্গের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে জুভেন্তাস। তাতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে এগিয়ে থেকে ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জুভেন্তাস। অন্য ম্যাচে রিয়াল সোসিয়াদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রোমা। এই ম্যাচে রিয়াল সোসিয়াদের এক ফুটবলার লাল কার্ড দেখে। ম্যাচ গোল শূন্য ড্র করতে সফল হয় রোমা। শেষ পর্যন্ত এগ্রিগেট ০-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে ওঠে রোমা। অন্য একটি ম্যাচে ইউনিয়ান বার্লিনকে ৩-০ উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ইউনিয়ন স্যান্ট গিলোইস। লেভারকুসেন, ম্যাঞ্চেস্টার ইউনাইডেটও কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link