Cristiano Ronaldo Scores Winning Goal For Al-Nassr Against Al Shabab
রিয়াদ: সৌদি প্রো লিগে (Saudi ) দুরন্ত গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। আল শাবাবের বিরুদ্ধে দুরন্ত গোল করে আল নাসেরকে ম্যাচ জেতালেন সি আর সেভেন। সৌদি প্রো লিগে এই নিয়ে নিজের ১৪ তম গোল করলেন পর্তুগিজ তারকা। পাঁচ গোলের থ্রিলার ম্যাচে ৩-২ ব্যবধানে আল নাসের জয় ছিনিয়ে নিল। এদিন শুরুতেই যদিও রোনাল্ডোর দল পিছিয়ে গিয়েছিল। খেলার ২৫ মিনিটের মাথায় আল শাবাবের হয়ে পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ান গুয়ান্সা। এরপর খেলার ৪০ মিনিটের মাথায় ফের নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
ABP Ananda – Live TV
আল নাসেরের হয়ে প্রথম গোলটি করেন তালিস্কা। তিনি প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে। অর্থাৎ ৪৪ মিনিটের মাথায় প্রথম দলের হয়ে গোল করেন। প্রথমার্ধে আল শাবাব ২-১ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পর ৫১ মিনিটের মাথায় আল নাসেরের হয়ে দ্বিতীয় গোলটি করেন আব্দুলরহমন ঘরিব। এরপর ৫৯ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দুরন্ত গোল করে ম্যাচ জেতান সি আর সেভেন।
ম্যাচের পর রোনাল্ডো বলেন, ”দল দারুণ খেলেছে। ০-২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় এভাবে ফিরিয়ে আসাটা সত্যিই অসাধারণ। কিন্তু নিজেদের ওপর বিশ্বাস ছিল আমাদের। শেষ পর্যন্ত তিনটি গোল করতে পেরেছি আমরা।”
এশিয়ার ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই সেখানে নিজেকে ধীরে ধীরে মেলে ধরেছেন আটত্রিশ পেরোনো রোনাল্ডো। ২২ ফেব্রুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার আল নাসর দলের সতীর্থদের সঙ্গে মেতে উঠেছিলেন। ফুটবল মাঠে তিনি বর্ণময় চরিত্র। ক্যামেরা সবসময় তাঁকে তাক করে থাকে। অফ ফিল্ডও ফ্যাশন নিয়ে বরাবর সচেতন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আরব পোশাকে চায়ের পেয়ালায় চুমুক খেতে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আল নসেরের সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি পোস্ট করা হয়েছিল।
ঐতিহ্যবাহী আরবি পোশাক পরে ও ঐতিহ্যবাহী তলোয়ার হাতে আরদাহ নাচেও যোগদান করেন সি আর সেভেন। ১৭২৭ সালে ইমাম মোহাম্মদ বিন সৌদ কর্তৃক দেশটির প্রতিষ্ঠার স্মরণে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই দিন সৌদি আরবে একটি জাতীয় ছুটির দিন পালন করা হয়। আরবের সংস্কৃতির সঙ্গে মানানসই সাজে রোনাল্ডো এদিন সেই পার্কে হাজির হলেন। তাঁর পরনে ছিল সাদা রংয়ের জুব্বা।