ADIDAS-এর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি, রোহিতদের জার্সিতে কবে থেকে দেখা যাবে নতুন কিট স্পনসরের লোগো, জানিয়ে দিল BCCI

বিসিসিআইয়ের অন্দরমহল থেকে ইঙ্গিত মিলেছিল আগেই। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সিলমোহর দেওয়া হয় সেই জল্পনায়। মঙ্গলবার বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় টিম ইন্ডিয়ার নতুন কিট স্পনসরের নাম।

ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর হল অ্যাডিডাস। এই গ্লোবাল ক্রীড়া সরঞ্জাম (মূলত পোশাক) প্রস্তুতকারী সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করল বিসিসিআই। শুধু রোহিত শর্মাদেরই নয়, বরং সিনিয়র মহিলা ক্রিকেট দল এবং ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের জার্সিতেও এবার থেকে দেখা যাবে অ্যাডিডাসের লোগো।

উল্লেখযোগ্য বিষয় হল, এক্ষেত্রে অ্যাডিডাস শুধু পৃষ্ঠপোষকতাতেই থেমে থাকবে না, প্রত্যাশা মতোই সব ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ জার্সি, প্র্যাক্টিস জার্সি, ট্রাভেল কিট-সহ যাবতীয় পোশাক প্রস্তুত করবে তারাই। কবে থেকে চুক্তি শুরু এবং কবে শেষ হবে চুক্তির মেয়াদ, সেটাও জানিয়ে দিয়েছে বিসিসিআই।

চলতি বছরের জুন থেকেই শুরু হচ্ছে বোর্ডের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি। মেয়াদ শেষ হবে ২০২৮ সালের মার্চে। সুতরাং, দীর্ঘ পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছে অ্যাডিডাস। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার অ্যাডিডাসের তৈরি জাতীয় দলের জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মারা।

চুক্তির অঙ্ক খোলসা করা না হলেও শোনা যাচ্ছে যে, ম্যাচ পিছু এমপিএল ও অন্তর্বর্তীকালীন স্পনসর কিলার যে পরিমাণ অর্থ দিত বিসিসিআইকে, অ্যাডিডাসের সঙ্গে কার্যত সেই পরিমাণ অর্থেই চুক্তি সম্পন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার অর্থ কিটস স্পনসরশিপ বাবদ ম্যাচ পিছু কম-বেশি ৬৫ লক্ষ টাকা অ্যাডিডাসের কাছ থেকে পাবে বিসিসিআই।

Source link

Read also  রিঙ্কু সিং এত তাড়াতাড়ি অহংকারী হয়ে গেলেন! কেকেআর তারকার মুখে 'বড় কথা'