‘১৯ তারিখ কলকাতায় ট্রফি নিয়ে আসব’, কথা রাখলেন মোহনবাগানের ক্যাপ্টেন

গোয়া: বেঙ্গালুরু এফসি সমীহ করার মতো দল। তবে তাদের বিরুদ্ধে মোহনবাগান গুটিয়ে থাকবে না। সেটা তিনি আগেই বলেছিলেন। আইএসএল ফাইনালের আগে কাপ জয়ের হুঙ্কার ছেড়ে রেখেছিলেন মোহনবাগানের অধিনায়ক।

প্রীতম কোটাল বলেছিলেন, আমরা এই জায়গায় দাঁড়িয়ে ফাইনাল ছাড়া আর কিছু নিয়েই ভাবছি না। ১৯ তারিখ কলকাতায় কাপ নিয়ে আসব। সমর্থকরা আমাদের পাশে থাকবেন। আপনারা যেভাবে গোটা টুর্নামেন্টে আমাদের পাশে ছিলেন, সেভাবেই সমর্থন করবেন প্লিজ।

আরও পড়ুন- আমাদের একই রকম দেখতে, বিরাটের বায়োপিকে অভিনয় নিয়ে রামচরণের মন্তব্য ঘিরে তোলপাড়!

তাঁর সেই হুঙ্কার ফাঁকা আওয়াজ ছিল না। তিনি রীতিমতো আত্মবিশ্বাসী ছিলেন। আর সেটাই প্রমাণ করে দিয়েছেন এই বঙ্গসন্তান। উত্তরপাড়ার প্রীতম আগের ম্যাচেই পেনাল্টি শুটআউটে দুর্দান্ত গোল করে দলকে ফাইনালে তুলেছিলেন। সেই তিনি ট্রফি নিয়ে আসার কথা রাখলেন।

রবিবার সকাল ছটা বেজে ৪৫ মিনিটের বিমানে গোয়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে মোহনবাগান দল। ট্রফি নিয়েই আসছে সবুজ-মেরুন শিবির। এই নিয়ে ষষ্ঠবার ভারতসেরা মোহনবাগান।

রবিবার হুড খোলা বাসে ফুটবলাররা শহর পরিক্রমা করবেন। তার পর বাগুইআটিতে সংবর্ধনা মঞ্চে সংবর্ধিত হবেন প্রীতমরা। বহুদিন বাদে আবার কলকাতার ফুটবলে এমন সাফল্য! যাঁরা বলেন, দেশের ফুটবলে আর বাঙালির দাপট নেই, বাংলার আধিপত্য নেই, তাঁদের ভুল প্রমাণ করে ছাড়ল মোহনবাগান।

Published by:Suman Majumder

First published:

Tags: ATK Mohubagan, ISL

Source link

Read also  Bruno Fernandes scores brace as Portugal beat Uruguay to confirm last 16 in Qatar World Cup – News18 Bangla