হাতে-পায়ে ফ্রস্ট বাইট, মাকালু জয়ের পর অসুস্থ পিয়ালি, ভর্তি কাঠমান্ডুর হাসপাতালে


সৌরভ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র রায়, কলকাতা: মাকালু শৃঙ্গ জয় করে ফিরে অসুস্থ। নিউমোনিয়ায় আক্রান্ত পাহাড়-কন্যা পিয়ালি বসাক (Piyali Basak)। কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন চন্দননগরের মেয়ে। মাকালু শৃঙ্গ জয় করতে গিয়ে প্রায় ২২ ঘণ্টা বরফের মধ্যে আটকে ছিলেন পিয়ালি। হাত-পায়ের আঙুলে ফ্রস্টবাইট বা তুষারক্ষতও তৈরি হয়। কাঠমান্ডু ফেরার পর, মঙ্গলবার জ্বর আসে। রাতে হাসপাতালে ভর্তি করা হয় পিয়ালিকে। আপাতত সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি (Piyali Basak Ill)। 

দীর্ঘ ক্ষণ তীব্র ঠান্ডায় আটকে পড়েছিলেন পিয়ালি

মাকালু শৃঙ্গ জয় করে নীচে নামার সময় থেকেই অস্বস্তি বোধ করছিলেন পিয়ালি। চোখে সমস্য়া হচ্ছিল তাঁর। তার জেরে বাকিদের সঙ্গে নীচে নেমে আসতে পারেননি তিনি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রায় ২২ ঘণ্টা ৭ হাজার ৮০০ মিটার উচ্চতায় পর্বতের উপরেই আটকে ছিলেন তিনি। তাতে হাত এবং পায়ের আঙুলে তুষারক্ষত তৈরি হয়। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় বেস ক্যাম্পে। তার পরই অসুস্থ হয়ে পড়েন।

পিয়ালির বোন তমালি- বসাক জানিয়েছেন, দিদির সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। পিয়ালি তাঁকে জানিয়েছেন, তিনি বেঁচে থাকবেন, তা শেরপারাও ভাবতে পারেননি। ঘুমিয়ে পড়লে যেখানে মৃত্যু অবধারিত, সেখানে ২২ ঘণ্টা দাঁড়িয়ে কাটিয়েছেন তিনি। আপাতত স্বাভাবিক কথাবার্তা বলছেন পিয়ালি। মা স্বপ্না বসাককে পিয়ালি জানিয়েছেন, শ্বাস-প্রশ্বাস স্বাভাবিকই ছিল তাঁর।

তমালি জানিয়েছেন, কথা বলার সময় পিয়ালির গলার আওয়াজ শুনে মনে হয়েছে তিনি ঠিকই আছেন। আগের থেকে পরিষ্কার ভাবে কথা বলতে পারছেন তিনি। চিকিৎসকরা কয়েক দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সুস্থ হলেই পিয়ালি ফিরবেন চন্দননগরে। 

গত ১৫ মে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয় করেন পিয়ালি। তার আগে পৃথিবীর দশম উচ্চতম অন্নপূর্ণ পর্বতশৃঙ্গ জয় করেন তিনি, যার উচ্চতা ৮ হাজার ৯১ মিটার। তার পর ৮ হাজার ৪৬২ মিটার উচ্চতার মাকালু পর্বতশৃঙ্গ জয় করেন। অক্সিজেন ছাড়ায় পিয়ালি মাকালু আরোহণ করেছিলেন বলে জানা যায়। 

আরও পড়ুন: Abhishek Banerjee : অভিষেককে স্বাগত জানাল না, চোর চোর স্লোগান দিল, ভিডিও ট্যুইট করে দাবি সৌমিত্র খাঁ-র

এবার লক্ষ ছিল অন্নপূর্ণা আর মাকালু এক সঙ্গে জয়। কিন্তু বাবা তপন বসাকের অসুস্থতার খবরে গত ২৪ এপ্রিল  বাড়ি ফিরে আসেন পিয়ালি। ২৭  এপ্রিল মাকালু অভিযানে বের হন। মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেন। আজ সকালে সামিট করেন। এই নিয়ে ছ’টি ৮ হাজারি পর্বত শৃঙ্গ জয় করলেন পিয়ালি।

মাকালু জয় করা চতুর্থ ভারতীয় পর্বতারোহী পিয়ালি

গত ৯ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন পর্বত আরোহী পিয়ালি। ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন তিনি। তার পর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয়। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখর এভারেস্টে ওঠেন পিয়ালি। তার দুদিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন তিনি। মাকালু জয় করা চতুর্থ ভারতীয় পর্বতারোহী পিয়ালি।

আরও পড়ুন: Jamai Sasthi 2023 : শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

Source link

Read also  মোহনবাগানে আসার আগে অস্ট্রেলিয়ায় হ্যাটট্রিক কামিংসের! উত্তেজিত সবুজ মেরুন সমর্থকরা – News18 Bangla