সোফি ডিভাইনের ৩৬ বলে ৯৯, গুজরাটকে ৮ উইকেটে উড়িয়ে দিল আরসিবি WPL 2023 RCB vs GG Sophie Devine scored 99 runs Royal Challengers Bangalore beat Gujarat Giants by 8 wickets and 27 ball left sup – News18 Bangla
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের হাইস্কোরিং ম্যাচে গুজরাট জায়ান্টসকে কার্যত উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। প্রথম পাঁচটা ম্যাচ হেরে প্লে অফের ওঠার রাস্তা কার্যত বন্ধ থাকলেও শেষ দুটি ম্যাচ জিতল স্মৃতি মন্ধনার দল। বিশেষ করে যেমন পারফরম্যান্স দেখার অপেক্ষায় মরসুমের প্রথম থেকে দেখার অপেক্ষায় ছিল ফ্যানেরা তা অবশেষে গুজরাট ম্যাচে পেলেন তারা। এদিনের ম্যাচে গুজরাটের দেওয়ার ১৮৯ রানে টার্গেট তাড়া করতে নেমে ১৫.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় আরসিবি। সৌজন্যে সোফি ডিভাইনের ৩৬ বলে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস। সঙ্গ দেন স্মৃতি মন্ধনা (৩৭), হেদার নাইট (২২), এলিস পেরি (১৯)।
ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাট জায়ান্টসের অধিনায়ক স্নেহ রানা। প্রথম থেকেই আক্রমণাত্মক ইনিংস খেলেন গুজরাট ব্যাটাররা। ওপেনিং জুটিতে বড় পার্টনারশিপ না হলেও দুরন্ত ব্যাটিং করেন লওরা উলভার্ট, সাবনেনি মেঘনা, অ্যাশলে গার্ডনাররা। সর্বোচ্চ ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন উলভার্ট। এছাড়া গার্ডনার করেন ৪১ রান, ৩১ করেন সাবনেনি মেঘনা। লওরা উলভার্ট ও সাবনেনি মেঘনার ৬৩ রানের পার্টনারশিপ ও উলভার্ট ও গার্ডানারের ৫২ রানে পার্টনারশিপ গুজরাটের বড় ইনিংসের ভিত রচনা করে। শেষের দিকে দয়ালান হেমলতা (১৬) ও হারলিন দেওল (১২) ছোট হলেও মারকাটারি ব্যাটিং করেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৮ করে গুজরাট।
আরও পড়ুনঃ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ, মেসিদের দেখতে টিকিট পেতে মরিয়া ১৫ লক্ষের বেশি ফ্যান
১৮৯ রানের টার্গেট এত সহজে তাড়া করবে আরসিবি তা হয়তো অনেকেই ভাবেনি। ওপেনিং জুটিতে রেকর্ড ১২৫ রানের রেকর্ড পার্টনারশিপ করেন স্মৃতি মন্ধনা ও সোফি ডিভাইন। প্রথম থেকে এদিন বিদ্ধংসী মেজাজে ব্যাটিং করেন সোফি ডিভাইন। স্মৃতি মন্ধনা তাকে যোগ্য সঙ্গ দেন। একের পর এক মারকাটারি শট খেলেন সোফি ডিভাইন। ৯ ওভার ২ বলে দলের ১২৫ রানে প্রথম উইকেট পড়ে আরসিবির। ৩৭ রান করে আউট হন স্মৃতি মন্ধনা। সোফি ডিভাইন নিজের ব্যাটিং চালিয়ে যান। শুধু একটাই আফশোস ১ রানের জন্য শতরান মিস করেন তিনি। ১৫৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে। নিজের ইনিংসে ৮টি ছয় ও ৯টি চার মারেন সোফি। শেষের দিকে হেদার নাইট ২২ ও এলিস পেরি ২২ রানের ইনিংস খেলে আরসিবিকে সহজ জয় এনে দেয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: RCB, Royal Challengers Bangalore, Wpl 2023