সিরিয়ান শিশু ভুলতে পারছেন না রোনাল্ডোকে – News18 Bangla

রিয়াদ: শোনা গিয়েছিল ভূমিকম্পে একটি বাচ্চা ছেলের যাবতীয় দায়িত্ব নিয়েছেন ফুটবল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে এ খবর সত্যি নয়। রোনালদো অবশ্যই শিশুটির সামনে দেখা করেছিলেন তাকে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন। বেঁচে থাকার সাহস দিয়েছিলেন। কিন্তু দায়িত্ব নেননি। রোনাল্ডো ভক্ত নাবিল তার প্রায় সবকিছুই হারিয়ে ফেলেছিল তুরস্কের ধ্বংসাত্মক ভূমিকম্পে।

কিন্তু তার ইচ্ছাপূরণ করতে এগিয়ে এলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার আইডলের সাথে দেখা করল নাবিল এবং সৌদি প্রো লিগের হাড্ডাহাড্ডি ম্যাচেও রোনাল্ডোকে দেখার সুযোগ পেল এই সিরিয়ান শিশু। ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখার আশা ছিল সিরিয়ান ছেলে নাবিল সাইদ।

১০ বছর বয়সী শিশু এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সৌদি আরবের উদ্ধারকারী দলের কাছে তার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সহানুভূতি অর্জন করেছে এবং সৌদি কর্তৃপক্ষ তা লক্ষ্য করেছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নাবিলের বাবা নিহত হন।

জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তুর্কি আলালশিখ টুইটারে ক্লিপটি শেয়ার করেছেন এবং নাবিলের পরিচয় জানতে চেয়েছেন। তিনি নাবিল ও তার মাকে সৌদি আরবে স্বাগত জানান। ভিডিওতে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কার সাথে সৌদি ভ্রমণ করতে চান, নাবিল উত্তর দিয়েছিলেন, আমার বাবা এবং মা,কিন্তু দ্রুত নিজেকে সংশোধন করে বলেছিল যে তার বাবা আর নেই। তবে রোনাল্ডো দায়িত্ব না নিলে কি হবে, নাবিল তার প্রিয় তারকার সঙ্গে দেখা করে মনের জোর পেয়েছে। বাকি জীবনটা এটাই তার বড় পাওনা।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: Cristiano Ronaldo, Turkey and Syria Earthquake

Read also  Por vs Uru: জাস্ট এক মুহূর্ত! রোনাল্ডোর সেলিব্রেশনে ইতি, কিন্তু গোলটা করল কে

Source link