শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৭-তে অলআউট নয়, ঘরের মাঠে ওডিআইতে এমন লজ্জার রেকর্ড আরও রয়েছে টিম ইন্ডিয়ার

ঘরের মাঠে একদিনের ক্রিকেটে ভারতের সবথেকে কম রান রান হল। ৭৮। ১৯৮৬ সালে কানপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই লজ্জার নজির গড়েছিল ভারতীয় দল। শ্রীলঙ্কার দেওয়া ১৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭৮-এ শেষ হয়েছিল ভারতের ইনিংস।

Source link

Read also  BENG vs HP Ranji Trophy Live: পরপর ২ বলে আউট অভিষেক-সায়ন, ৩ উইকেট হারাল বাংলা